কলেজে ভর্তির  টাকা ফেরতের ব্যাপারে ইউজিসির কড়া নির্দেশ

schedule
2018-10-12 | 10:54h
update
2018-10-12 | 10:54h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

অনেক ক্ষেত্রেই দেখা যায় কোনো পড়ুয়া প্রথমে একটি কলেজে ভর্তি হয়ে যে-কোনো কারণেই হোক সেই কলেজ ছেড়ে নতুন একটি কলেজে ভর্তি হন। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা পূর্ববর্তী কলেজে দেয় টাকা ফেরত পেতে চরম হয়রানির শিকার হন অথবা গড়িমসি করে যদিও বা টাকা ফেরত দেওয়া হয় মোট নেওয়া টাকা থেকে অনেক টাকা কেটে ফেরত দেওয়া হয়। এই বিতর্ক থামাতে ইউজিসি সম্প্রতি সমস্ত কলেজ প্রতিষ্ঠানকে এক নির্দেশ বার্তা পাঠিয়েছে যেখানে বলা হয়েছে, যদি কোনো ছাত্র বা ছাত্রী এক কলেজে ভর্তি হওয়ার পর অন্য কলেজে ভর্তি হন এবং তা আগের কলেজকে তাদের ভর্তির শেষ তারিখের ১৫ দিনের আগেই জানান সেক্ষেত্রে সেই কলেজকে সেই পড়ুয়ার ভর্তি হওয়ার সময় দেওয়া পুরো টাকাই ফেরত দিয়ে দিতে হবে। যদি কোনো পড়ুয়া ভর্তির শেষ দিনের পর ১৫ দিনের মধ্যে কলেজ বদলের কথা জানান সেক্ষেত্রে সেই পড়ুয়াকে ৯০ শতাংশ অর্থ ফিরিয়ে দিতে হবে। আর যদি ১৫ দিন পার করে পড়ুয়া কলেজকে জানান যে তিনি ওই কলেজে আর থাকতে চান না বা পড়তে চান না সেক্ষেত্রে ৮০ শতাংশ টাকা ফেরত দিতে হবে। এক মাসের মধ্যে হলে ৫০ শতাংশ ফেরত দিতে বাধ্য থাকবে সেই কলেজ। কিন্তু এক মাসের মধ্যেও কোনো আবেদন না করলে আর কোনো টাকা ফেরত পাওয়া যাবে না।

Advertisement

শুধু কলেজে ভর্তি হওয়া টাকাই নয়, আরও নানাবিধ বিষয়ে অসংখ্য অভিযোগ ইউজিসির কাছে জমা পড়ে প্রতিদিন। যেমন, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির বিষয়ে প্রস্পেক্টাস কিনতে বাধ্য করে। এবার থেকে তা করা যাবে না। প্রত্যেক কলেজকে তাদের প্রসপেক্টাস তাদের ওয়েবসাইটে দিয়ে দিতে হবে। এমনকি কলেজে ভর্তির সময় যে সমস্ত মূল শংসাপত্র দেখতে চাওয়া হবে তা যাচাই করে তখনই ফেরত দিয়ে দিতে হবে, আটকে রাখা চলবে না।

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2024 - 20:04:18
Privacy-Data & cookie usage: