Site icon জীবিকা দিশারী

ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ

Union Bank of India Recruitment 2024

ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ১৫০০ শূন্যপদে লোকাল ব্যাঙ্ক অফিসার নিয়োগ করা হবে। Union Bank of India Recruitment 2024

অনলাইন আবেদন করা যাবে ১৩ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

শূন্যপদঃ পশ্চিমবঙ্গ ১০০, অন্ধ্রপ্রদেশ ২০০, আসাম ৫০, গুজরাট ২০০, কর্নাটক ৩০০,

কেরালা ১০০, মহারাষ্ট্র ৫০, ওড়িশ্যা ১০০, তামিলনাড়ু ২০০, তেলেঙ্গানা ২০০।

বয়সঃ ১ অক্টোবর ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-৩০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যে কোনো শাখায় পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১৩ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে।

বেতনঃ জেএমজিএস ওয়ান স্কেলে ৪৮৪৮০-৮৫৯২০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ অনলাইন পরীক্ষা/ গ্রুপ ডিসকাসন এবং/অথবা পার্সোনাল ইন্টারিভউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

অনলাইন পরীক্ষায় থাকতে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড (৪৫ টি প্রশ্ন, ৬০ নম্বর),

ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে নিয়োগ

জেনারেল/ইকোনমি/ব্যাঙ্কিং অ্যাওয়্যারনেস (৪০টি প্রশ্ন ৪০ নম্বর), ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন (৩৫টি প্রশ্ন, ৬০ নম্বর),

ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩৫টি প্রশ্ন, ৪০ নম্বর) মোটা ২০০ নম্বরের পরীক্ষা, সময় ৩ ঘণ্টা।

এছাড়াও থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ (লেটার রাইটিং অ্যান্ড এসে) মোটা ২টি প্রশ্ন, ২৫ নম্বর, সময় ৩০ মিনিট।

বিশ্বভারতীতে শিক্ষক নিয়োগ

আবেদনের ফিঃ ৮৫০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১৭৫ টাকা।

ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

ট্রানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

গার্ডেনরিচ শিপবিল্ডার্সে অ্যাপ্রেন্টিস

আবেদনের পদ্ধতিঃ www.unionbankofindia.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৩ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত Union Bank of India Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

 

Exit mobile version