বাজেট ২০২১ : দেখে নেওয়া যাক একনজরে

1312
0

পেশ করা হল ভারত সরকারের ২০২১-২২ আর্থিক বর্ষের সাধারণ বাজেট প্রস্তাব। স্বাধীনতার ইতিহাসে প্রথম সম্পূর্ণ পেপারলেস বাজেট পেশ করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিগত এক বছরের করোনা মহামারী এবং তার পরবর্তী সামগ্রিক বিশ্ব তথা দেশের চরম আর্থিক সংকটের পর এ বছরের বাজেট  যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দেখে নেওয়া যাক একনজরে:―

১) এ বছর মূলত স্বাস্থ্য, মানব সম্পদ, উদ্ভাবন-গবেষণা ও পরিকাঠামো ভিত্তিক উন্নয়নের কথা মাথায় রেখে বাজেট তৈরি করা হয়েছে। প্রথমেই বলে রাখা প্রয়োজন, এ বছর সরকারের রাজস্ব ঘাটতি জিডিপির ৯.৫ শতাংশ।  আগামী আর্থিক বছরের ঘাটতি ৬.৮ শতাংশে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

২) কোভিড আমাদের যা শিক্ষা দিয়েছে তার কথা মাথায় রেখে আগামী আর্থিক বছরে দেশের স্বাস্থ্য খাতে ২.২৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে, যা গত বছরের তুলনায় ১৩৯ শতাংশ বেশি।  কোভিড ভ্যাকসিনের জন্য বরাদ্দ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা।

৩) স্বচ্ছ ভারত প্রকল্পে ব্যয় বরাদ্দ ১ লক্ষ ৪১ হাজার কোটি টাকা। ২০ বছরের পুরনো ব্যক্তিগত যান এবং ১৫ বছরের পুরনো সরকারি যান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ১৭টি পাবলিক হেলথ ইউনিট ও ইমার্জেন্সি ইউনিট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

৪) রেলের জন্য বরাদ্দ হয়েছে ১.১০ লক্ষ কোটি টাকা। ২০৩০ সালের কথা মাথায় রেখে তৈরি  করা হয়েছে ন্যাশনাল রেলপ্ল্যান। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে সড়ক নির্মাণ ও সারাইয়ের জন্য বাজেট বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে সড়ক নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে ২৫ হাজার কোটি টাকা, প্রায় ৬৭৫ কিমি সড়ক নির্মাণ হবে। কলকাতা থেকে শিলিগুড়ি রোডের মেরামতি হবে। খড়গপুর-বিজওয়ারা, ডানকুনি-গোমা ফ্রেট করিডর প্রস্তুতের পরিকল্পনা নেওয়া হয়েছে। ‘মেট্রো লাইট’ ও ‘মেট্রো নিউ’ নাম দুটি নতুন প্রকল্প আনা হচ্ছে।

৫) এয়ার ইন্ডিয়া, পবনহংস, বিপিসিএল বেসরকারিকরণের, সাতটি নৌ বন্দর পিপিই মডেলে নিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে। এর সঙ্গে লাইফ ইনশিওরেন্স কোম্পনি অব ইন্ডিয়ায় (LIC) বেসরকারি বিলগ্নীকরণ  ৪৯% থেকে বাড়িয়ে করতে চাওয়া হয়েছে ৭৪%। শেয়ার বাজারে পা রাখতে চলেছে এলআইসি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ২০ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে।

৬) গ্রামীণ পরিকাঠামোয় ৪০ হাজার কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ১৫ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে। চা শিল্পের জন্য বরাদ্দ হয়েছে ১ হাজার কোটি টাকা। ১.৫ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত করা হছে গৃহ ঋণের খেত্রেও।

৭) কোম্পানির পিএফের টাকা জমা দেরি হলেও বাড়তি কর কাটা হবে না বলে জানানো  হয়েছে। ছোট কোম্পানি ও স্টার্ট আপ কোম্পানিকে সাহায্য করার জন্য কোম্পানি অ্যাক্ট  সংশোধনের কথা ভাবা হচ্ছে। কাঁচামালের ওপর কাস্টমস ডিউটি কমানো হতে চলেছে। লোহা-ইস্পাত শিল্পের ওপর আমদানি কর ২.৫% কমানো হচ্ছে।

৮) ব্যক্তিগত আয়কর  কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে।  এছাড়া ৭৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের পেনশন থেকে কর তুলে নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

৯) লোহার রড, ইস্পাত, তামার দ্রব্য, বিমা, বিদ্যুৎ সামগ্রীর দাম  কমবে; বাড়বে আমদানি করা কম্প্রেশর, রেফ্রিজারেটর, এসি, অ্যালকোহল, সিগারেট, হেডফোন, চিকিৎসা সামগ্রী ইত্যাদির।

১০) পেট্রোল ও ডিজেলের ওপর বসানো হচ্ছে কৃষি সেস। এছাড়াও অ্যালকোহল, সোনা-রুপার ব্যাট, সূর্যমুখী তেল, সয়াবিন তেল, আপেল, কড়াইশুঁটির ওপরেও  বসানো হচ্ছে কৃষি সেস।

১১) শিক্ষাক্ষেত্রের এ বছর বাজেটে ৬.১ শতাংশ কম বরাদ্দ হয়েছে।  মোট ৯৩.৩ হাজার কোটি টাকা। রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান পাচ্ছে ৩০০০ কোটি টাকা অনুমোদন পাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তের স্কুলকে ” দৃষ্টান্তমূলক বিদ্যালয়” পরিণত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। লে – তে তৈরি হবে নতুন বিশ্ববিদ্যালয়।

Budget 2021, Financial budget 2021