আপার প্রাইমারীতে ফের স্থগিতাদেশ আদালতের

1747
0
current affairs

ফের স্থগিত হল আপার প্রাইমারি (Upper Primary Exam) নিয়োগ প্রক্রিয়ায়। সম্প্রতি ইন্টারভিউয়ের জন্য যে ১৪,৩৩৯ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছিল এবং ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার কাজ চলছিল, তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট।

ইন্টারভিউয়ের জন্য যে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, তাতে এক‌ই ধরনের কারচুপির অভিযোগ তুলে গত সপ্তাহে মামলা দায়ের হয়। তার পরিপ্রেক্ষিতে এই দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্থগিতাদেশের নির্দেশ দেন।  পরবর্তী শুনানি রয়েছে আগামী শুক্রবার।

দীর্ঘ টালবাহানার পর গত সপ্তাহেই আপার প্রাইমারি নিয়োগের জন্য ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছিল। এই সংক্রান্ত আরেকটি মামলায় আগামী ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করার নির্দেশ রয়েছে হাইকোর্টের।