ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আপার প্রাইমারি পরীক্ষার (Upper Primary Hearing) মেধা তালিকা নিয়ে অভিযোগকারীদের জন্য হিয়ারিং-এর তৃতীয় তালিকা প্রকাশ করা হল।
আদালতের নির্দেশ অনুযায়ী আপার প্রাইমারি মেধা তালিকা যে সকল প্রার্থীদের সংশয় বা অভিযোগ রয়েছে তাদের হিয়ারিং-এর ব্যবস্থা করা হয়েছিল এসএসসির তরফে। গত ১০ আগস্ট, ২০২১ থেকে ধাপে ধাপে প্রায় ২০ হাজারের বেশি অভিযোগকারীদের হিয়ারিং-এর কাজ চলছে।
আরও খবর : স্নাতক যোগ্যতায় নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পনিতে ৩০০ অফিসার
সেই অনুযায়ী ২৫ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত যেসব প্রার্থীর হিয়ারিং হবে তাঁদের নাম,রোল নম্বর সহ তালিকা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। ওয়েবসাইট থেকে দেখে নেওয়া যাবে। হিয়ারিং স্থল – West Bengal Central School Service Commission, DK – 7/2, Sector – II, Saltlake, Kolkata – 91