Site icon জীবিকা দিশারী

BIG BREAKING : আপার প্রাইমারি ইন্টারভিউ প্রার্থীদের তালিকা প্রকাশ


অবশেষে প্রকাশিত হল উচ্চ প্রাথমিকের ( Upper Primary) ইন্টারভিউ লিস্ট। দীর্ঘ টালবাহনা পর রাজ্যের সরকারি, আধা সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়ায় উত্তীর্ণ টেট সফল প্রার্থীদের তালিকা প্রকাশ করলো রাজ্য স্কুল সার্ভিস কমিশন (wbssc)।

নিজেদের সাবজেক্ট, ক্যাটাগরি, জেন্ডার ও মিডিয়াম উল্লেখ করে নাম চেক করে নিতে পারবেন প্রার্থীরা।

লিঙ্ক : http://result.wbcssc.co.in/Interview

গত বছর ডিসেম্বর মাসে এসএসসির আপার প্রাইমারি পরীক্ষার আগের তালিকা বাতিল করে রাজ্যের সর্বোচ্চ আদালত। আদালতের নির্দেশে গত নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা থাকায় নতুন করে মেরিট লিস্ট প্রকাশ করে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দেয় আদালত। সেইমতো গত ১০ মের মধ্যে ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কোভিডের সংক্রমন ও রাজ্যে নির্বাচনী প্রক্রিয়ার কারণে স্কুল সার্ভিস কমিশন নির্দিষ্ট সময়ের মধ্যে তালিকা প্রকাশে অক্ষম হন। তারা আদালতের কাছে আরও কিছুটা সম়য় চেয়ে নেন।

প্রসঙ্গত, আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণভাবে সম্পন্ন করার নির্দেশ রয়েছে আদালতের।

Exit mobile version