যত তাড়াতাড়ি সম্ভব এবার স্কুল সার্ভিস কমিশনের (ssc) মাধ্যমে আপার প্রাইমারি ( Upper Primary ) শিক্ষক পদে নিয়োগের আশায় আছেন প্রার্থীরা। আগামী ১০ তারিখের আগেই স্কুল সার্ভিস কমিশন এই সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে বলে জানা গেছে।
আগেই হাইকোর্টের নির্দেশে পুরনো প্যানেল বাতিল করে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করে স্কুলে কাজের সুযোগ করে দিতে হবে বলে আদালত সময়সীমা বেঁধে দিয়েছে। এইমতো গত জানুয়ারি মাস থেকে কাজ শুরু হলেও মাঝখানে ভোটের কারণে প্রক্রিয়া থমকে যায়। নির্বাচন পর্ব মিটে নতুন সরকার শপথ নেওয়ার সঙ্গে-সঙ্গেই দ্রুত শিক্ষক নিয়োগের ব্যাপারে তৎপর স্কুল সার্ভিস কমিশন।
নথি যাচাইয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এরপর ১০ মের মধ্যে ইন্টারভিউয়ের জন্য তালিকা প্রকাশ করার কথা এসএসসির। সেইমতো ১৪,৩৩৯ শূন্যপদে বা বর্ধিত ভ্যাকান্সি অনুযায়ী দ্রুত নিয়োগের ব্যাপারে আশাবাদী প্রায় সাত বছর ধরে অপেক্ষারত প্রার্থীরা।
Upper Primary, Upper Primary result, ssc recruitment