আজ থেকে আপার প্রাইমারি ভেরিফিকেশন, দেখে নিন ধাপে ধাপে আবেদন পদ্ধতি

1408
0
PSC Clerkship Type Test

শুরু হচ্ছে স্কুল সার্ভিস আপার প্রাইমারি ভেরিফিকেশন প্রক্রিয়া। অনলাইনে আগামী ২০ জানুয়ারি, ২০২ন্ধে ৬টা পর্যন্ত অনলাইনে প্রার্থীরা ডকুমেন্ট আপলোড করতে পারবেন। তার আগে দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হবে

স্টেপ ১ 

প্রথমে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজের টেট রোল নম্বর / অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অব বার্থ দিয়ে লগ ইন করতে হবে। 

স্টেপ ২ 

এরপরের পেজে আপনার আবেদন করার সময় যে মোবাইল নম্বর দেওয়াছিল সেটি দেওয়া হবে। আপনার দেওয়া মোবাইল নম্বরে আপনাকে একটি ওটিপি পাঠানো হবে। সেটি আপনাকে ওয়েবসাইটে টুকে দিতে হবে। আপনি যদি মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চান, সেই অপশন ওখানে দেওয়া আছে। এই মোম্বাইলে নম্বরের মাধ্যমেই পরবর্তীকালে যাবতীয় যোগাযোগ স্থাপন হবে। মোবাইল নম্বরটি যাতে সঠিকভাবে দেওয়া হয়,  সে ব্যাপারে খেয়াল রাখবেন। 

স্টেপ ৩ 

এরপরের পেজে আপনি প্রথমে আপনার রঙিন স্ট্যাম্প সাইজ ছবি ও  সাদা কাগজে করা স্বাভাবিক স্বাক্ষর স্ক্যান করে আপলোড করবেন। তার নিচের অংশে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টগুলি হল— 

 

১) ভোটার কার্ড / ড্রাইভং লাইসেন্স/ প্যান কার্ড / পাসপোর্ট / আধার কার্ড 

২) মাধ্যমিক অ্যাডমিট কার্ড 

৩) মাধ্যমিক মার্কশিট 

৪) উচ্চমাধ্যমিক মার্কশিট 

৫) স্নাতক স্তরের সমস্ত মার্কশিট 

৬) পেশাদারি যোগ্যতার সমস্ত মার্কশিট, শংসাপত্র 

৭) এনসিটিই অনুমোদিত কপি যেখান থেকে পেশাদারি যোগ্যতা অর্জন করেছেন 

৮) জাতিগত শংসাপত্র (প্রয়োজনে)

৯) শারীরিক অক্ষমতার সার্টিফিকেট (প্রয়োজনে)

প্রতিটি ডকুমেন্ট জেপেগ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে। প্রতিটির সাইজ ১ এমবির মধ্যে হতে হবে। ২৪ অক্টবর, ২০১৬ সালের পর প্রাপ্ত অন্য কোনো যোগ্যতার নথি এখানে আপলোড করা যাবে না। মনে রাখতে হবে, একবার সমস্তকুমেন্ট আপলোড হয়ে গেলে পরিবর্তন করার কোনো জায়গা নেই।