ইউপিএসসির মাধ্যমে ৪০ সায়েন্টিস্ট ও কেমিস্ট

1942
0
UPSC Exam Calendar

জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ও সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের বিভিন্ন গ্রুপ-‘এ’ পর্যায়ের শূন্যপদে নিয়োগের জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০২১-এর কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট এগজামিনেশনের দরখাস্ত নেওয়া হচ্ছে। এগজামিনেসন নোটিস নম্বর 01/2021-GEOL, তারিখ ০৭-১০-২০২০। আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে।
মোট শূন্যপদ: ৪০টি। শূন্যপদের বিন্যাস: মিনিস্ট্রি অব মাইনস-এর জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ক্যাটেগরি ওয়ানে কেমিস্ট, গ্রুপ-এ ১৫। মিনিস্ট্রি অব ওয়াটার রিসোর্সেস-এর সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের ক্যাটেগরি টু-তে সায়েন্টিস্ট বি (হাইড্রোজিওলজি) গ্রুপ-এ ১৬, সায়েন্টিস্ট বি (কেমিক্যাল) গ্রুপ এ- ৩, সায়েন্টিস্ট বি (জিওফিজিক্স) গ্রুপ এ ৬৷ পদসংরক্ষণের ব্যবস্থা আছে সরকারি নিয়মানুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা: কেমিস্ট পদের জন্য কেমিস্ট্রি বা অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি বিষয়ে এমএসসি। হাইড্রোজিওলজি (সায়েন্টিস্ট-বি) গ্রুপ-এ পদের জন্য যে-কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জিওলজি বা অ্যাপ্লায়েড জিওলজি বা মেরিন জিওলজিতে মাস্টার ডিগ্রি অথবা হাইড্রোজিওলজি বিষয়ে মাস্টার ডিগ্রি। জিওফিজিক্স (সায়েন্টিস্ট-বি) গ্রুপ-এ পদের জন্য ফিজিক্স বা অ্যাপ্লায়েড ফিজিক্স বা জিওফিজিক্স বা অ্যাপ্লায়েড জিওফিজিক্স বা মেরিন জিওফিজিক্সে এমএসসি৷ চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারেন।
বয়সের ঊর্ধ্বসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩২ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷
প্রার্থী বাছাই পদ্ধতি: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট ২০২১-এর মাধ্যমে প্রার্থিবাছাই হবে। বিস্তারিত ইউপিএসসির ওয়েবসাইট থেকে জানা যাবে৷
আবেদনফি: ২০০ টাকা। নিচের ওয়েবসাইট থেকে পে-ইন স্লিপ ডাউনলোড করে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে-কোনো শাখায় এই টাকা জমা দিতে হবে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নেট ব্যাঙ্কিং বা মাস্টার/ভিসা/রুপে/ ক্রেডিট/ ডেবিট কার্ড ব্যবহার করেও এই টাকা দেওয়া যেতে পারে। তপশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না।
আবেদনেরপদ্ধতি: আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। http://www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে সঠিকভাবে ফর্ম পূরণ করে জমা দেবার পর আবেদনপত্রের একটি প্রিন্ট-আউট সংগ্রহ করে রাখতে হবে। আবেদন করার শেষ তারিখ ২৭ অক্টোবর বিকেল ৬টা পর্যন্ত। বিশদ জানতে পারবেন ওপরের ওয়েবসাইটে।
https://upsconline.nic.in/mainmenu2.php লিঙ্কে বিজ্ঞপ্তি দেখতে পাওয়া যাবে।

 

লাইভ টিভি দেখুন:  https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল