ইউপিএসসির সিভিল সার্ভিস মেইন, প্রিলি সফল ও প্রিলি অসফল প্রার্থীদের মার্কশিট

958
0
upsc admit card download

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯-এর সিভিল সার্ভিস প্রিলিমিনারিতে যাঁরা বসেছিলেন, মেইন পরীক্ষায় যাঁরা সফল হয়েছিলেন এবং যঁরা সফল হতে পারননি, তাঁদের সবার মার্কশিট কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://www.upsc.gov.in/whats-new/Civil%20Services%20Examination%202019/Mark%20Sheet
লিখিত (মেইন) পরীক্ষায় সফল হওয়া রেজিস্টার্ড প্রার্থীদের নম্বর এই লিঙ্কে (লগ-ইন আইডি/রোল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে): https://upsconline.nic.in/marksheet/csm_q_marks_2019/login.php
চূড়ান্তভাবে সফল প্রার্থীদের নম্বর সহ পুরো তালিকা দেখা যাবে এই লিঙ্কে: https://www.upsc.gov.in/sites/default/files/CSE_2019_Marks_Recommended.pdf
রেজিস্টার্ড না হয়ে থাকলে আগে রেজিস্টার্ড হতে হবে (রোল নম্বর, নাম, জন্মতারিখ ও নিচে লেখা সিকিউরিটি কোড দিয়ে) এই লিঙ্কে: https://upsconline.nic.in/marksheet/csm_q_marks_2019/registration.php
লিখিত (মেইন) পরীক্ষায় সফল না হওয়া রেজিস্টার্ড প্রার্থীদের নম্বর এই লিঙ্কে: https://upsconline.nic.in/marksheet/csm_nq_marks_2019/login.php
রেজিস্টার্ড না হয়ে থাকলে আগে রেজিস্টার্ড হতে হবে এই লিঙ্কে: https://upsconline.nic.in/marksheet/csm_nq_marks_2019/registration.php
প্রিলিমিনারি পরীক্ষার্থীরা সেই পরীক্ষায় পাওয়া নম্বর দেখতে পাবেন এই লিঙ্কে: https://upsconline.nic.in/marksheet/csp_premark_2019/login.php