ইউপিএসসির অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট নিয়োগ পরীক্ষার ফল

918
0
CRPF Constable Recruitment

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে (CAPFs) অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট নিয়োগের জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ২০২০ সালের যে পরীক্ষা গত ২০ ডিসেম্বর হয়েছে তার ফল বেরিয়েছে। ফলাফলের ৮ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তি সফল প্রার্থীদের নাম/রোল নম্বর দেখতে পাবেন এই লিঙ্কে: https://www.upsc.gov.in/whats-new/Central%20Armed%20Police%20Forces%20%28ACs%29%20Examination%2C%202020/Written%20Result%20%28with%20name%29
সফল প্রার্থীদের শারীরিক সক্ষমতা ও ডাক্তারি পরীক্ষা নেবে এই নিয়োগের জন্য প্রতিরক্ষা দপ্তরের নির্ধারিত নোডাল কর্তৃপক্ষ আইটিবিপি। তারা যথাসময়ে সেই পরীক্ষার  স্থান কাল-তারিখ জানিয়ে অ্যাডমিট কার্ড পাঠাবে। কেউ কোনো কারণে তা না পেলে অবিলম্বে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন চিঠি লিখে বা ফ্যাক্স (HQ, DG, Indo Tibetan Border Police on
Telephone No. 011-24369482/ 011-24369483 & e-mail ID
comdtrect@itbp.gov.in and U.P.S.C.)

`রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্ট’-এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল