ইউপিএসসির মাধ্যমে ৭৭ অফিসার

1205
0
UPSC Exam Calendar

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে ৭৭ জন ইকোনমিক অফিসার, পাবলিক প্রসিকিউটর, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হবে৷

প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন৷

১. ভ্যাকান্সি নম্বর ২১০২০৪০২৫২৭, অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার (সিভিল), মিনিস্ট্রি অব লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট: শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৬, ওবিসি ৩, ইডব্লুএস ১)৷

যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা৷ বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর৷

২. ভ্যাকান্সি নম্বর ২১০২০৪০৪২২৭, পাবলিক প্রসিকিউটর ইন সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন, ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং: শূন্যপদ ৪৩ (অসংরক্ষিত ২৬, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ১, ওবিসি ৮, ইডব্লুএস ৪)৷

যোগ্যতা: ল ডিগ্রি সঙ্গে ৭ বছরের অভিজ্ঞতা৷ বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর৷

৩. ভ্যাকান্সি নম্বর ২১০২০৪০৫২২৭, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন, ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং: শূন্যপদ ২৬ (অসংরক্ষিত ১৩, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি ৫, ইডব্লুএস ২)৷

যোগ্যতা: ল ডিগ্রি৷ বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর৷

সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স সম্পূর্ণ হতে হবে ১৮ মার্চ ২০২১ তারিখের মধ্যে৷

আবেদনের ফি: ২৫ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: http://www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৮ মার্চ পর্যন্ত৷