আর্মি, এয়ার ফোর্স, নেভিতে ৩৪৯ নিয়োগ

1709
0
UPSC CDS 2 Notification 2023

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ড ডিসেন্স সার্ভিস (২)-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এগজামিনেশন নোটিশ নম্বর: ১১/ ২০২৩, সিডিএস-টু।

শূন্যপদ : মোট ৩৪৯ টি পদের জন্য নেওয়া হবে, এর মধ্যে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ১০০,

ইন্ডিয়ান ন্যাভাল একাডেমিতে ৩২, এয়ার ফোর্স একাডেমিতে ৩২,

অফিসার্স ট্রেনিং একাডেমিতে (পুরুষ) ১৬৯, অফিসার্স ট্রেনিং একাডেমিতে(মহিলা) ১৬ টি পদে নেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা :
i) ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ও অফিসার ট্রেনিং একাডেমির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাগবে।
ii) ইন্ডিয়ান ন্যাভাল একাডেমির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউশন থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক যোগ্যতা লাগবে।
iii) এয়ারফোর্স একাডেমির জন্য উচ্চমাধ্যমিক ফিজিক্স ও অংক সহ যে কোন শাখায় স্নাতক বা ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক ডিগ্রি লাগবে। স্নাতক স্তরে শেষ বর্ষে পাঠরত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

সাহিত্য অ্যাকাডেমিতে কর্মী নিয়োগ

বয়সসীমা :
ইন্ডিয়ান মিলিটারি একাডেমি – অবিবাহিত পুরুষ, (জন্মতারিখ হতে হবে ২ জুলাই ২০০০ – ১ জুলাই ২০০৫ এর মধ্যে)।


ইন্ডিয়ান ন্যাভাল একাডেমি – অবিবাহিত পুরুষ, (জন্মতারিখ হতে হবে ২ জুলাই ২০০০ – ১ জানুয়ারি, ২০০৫ এর মধ্যে)।

এয়ারফোর্স একাডেমি – ১ জুলাই ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ২৪ (২ জুলাই ২০০০ – ১ জুলাই ২০০৪)।

অফিসার ট্রেনিং একাডেমি (পুরুষ) – অবিবাহিত পুরুষ, (জন্মতারিখ হতে হবে ২ জুলাই ১৯৯৯ – ১ জুলাই ২০০৫ এর মধ্যে)।

অফিসার ট্রেনিং একাডেমি (মহিলা)- অবিবাহিত মহিলা, (জন্মতারিখ হতে হবে ২ জুলাই ১৯৯৯ – ১ জুলাই ২০০৫ এর মধ্যে)।

রাজ্যের খাদ্যদপ্তরে নিয়োগ

আবেদনের ফি: ২০০ টাকা। ভিসা/ মাস্টার/ রুপে ক্রেডিট/ ডেবিট কার্ড/ ইউপিআই/ এসবিআইয়ে যে কোনো শাখায় ক্যাশে আবেদনের ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৬ জুন ২০২৩ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য http://upsc.gov.in ওয়েবসাইট থেকে জানা যাবে।

 নোটিসটি দেখতে ক্লিক করুন

কলকাতা দূরদর্শনে কর্মী নিয়োগ