Site icon জীবিকা দিশারী

ইউপিএসসির সিডিএস (টু) ২০২০ পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড


ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০২০-র কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস (টু) পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড আপলোড করা হয়েছে। পরীক্ষা হবে আগামী ৯ নভেম্বর দেশ জুড়ে বিভিন্ন কেন্দ্রে। নিজের রেজিস্ট্রেশন আইডি বা রোল নম্বর দিয়ে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন। তার প্রিন্ট-আউট ব্যবহার করতে হবে মেইন এগজ্যামে বসার জন্য, অন্য কোনো চিঠি বা হার্ড কপি পাঠানো হবে না। ডাউনলোডের আগে ইনস্ট্রাকশন শিট পড়ে নেবেন (যেমন, ই-অ্যাডমিট কার্ডে কোনো অসঙ্গতি থাকলে সঙ্গে-সঙ্গে তা কমিশনকে ৩ নভেম্বরের মধ্যে ইমেল করে জানানো (us.cds-upsc@gov.in), পরীক্ষার হলে কালো বলপয়েন্ট পেন ও ফটো আইডি কার্ড বা আর কী-কী নিয়ে যেতে হবে, কী নিয়ে যাওয়া বা করা যাবে না ইত্যাদি)। অ্যাডমিট কার্ডের ছবি অস্পষ্ট বা আবছা বা ঝাপসা হলে বা ছবি আদৌ না থাকলে একই ফটোর ৩ কপি (প্রতি সেশনের জন্য একটি করে) সঙ্গে নিয়ে পরীক্ষার হলে দাখিল করতে হবে। ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এই ওয়েবসাইটের লিঙ্ক থেকে: https://upsconline.nic.in

পরীক্ষার প্রশ্ন নিয়ে অভিযোগ জাতীয় কিছু বলার থাকলে জানাতে পারবেন আগামী ৯-১৫ নভেম্বর সন্ধে ৬টার মধ্যে, এই পোর্টালে: https://upsconline.nic.in/miscellaneous.QPRep

এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://www.upsc.gov.in/sites/default/files/e-AC-Notice-II-2020-Engl-15102020.pdf

 

UPSC, UPSC Exam, UPSC CDS Exam

Exit mobile version