Site icon জীবিকা দিশারী

সিডিএস পরীক্ষার মাধ্যমে ৪৫৭ শূন্যপদে নিয়োগ

UPSC CDS I 2025 Notification Out 

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ড ডিসেন্স সার্ভিস (১)-এর (CDS I) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। UPSC CDS I 2025 Notification Out

এগজামিনেশন নোটিস নম্বর- 04/2025.CDS-I

শূন্যপদ: মোট ৪৫৭ টি পদের জন্য নেওয়া হবে, এর মধ্যে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ১০০,

ইন্ডিয়ান ন্যাভাল একাডেমিতে ৩২, এয়ার ফোর্স একাডেমিতে ৩২, অফিসার্স ট্রেনিং একাডেমিতে (পুরুষ) ২৭৫,

অফিসার্স ট্রেনিং একাডেমিতে(মহিলা) ১৮ টি পদে নেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: ১. ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ও অফিসার ট্রেনিং একাডেমির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাগবে।

২. ইন্ডিয়ান ন্যাভাল একাডেমির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউশন থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক যোগ্যতা লাগবে।

৩. এয়ারফোর্স একাডেমির জন্য উচ্চমাধ্যমিক ফিজিক্স ও অংক সহ যে কোন শাখায় স্নাতক বা ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক ডিগ্রি লাগবে।

স্নাতক স্তরে শেষ বর্ষে পাঠরত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ

বয়সসীমা: ইন্ডিয়ান মিলিটারি একাডেমি – অবিবাহিত পুরুষ (জন্মতারিখ ২ জানুয়ারি ২০০২- ১ জানুয়ারি ২০০৭ এর মধ্যে)।

ইন্ডিয়ান ন্যাভাল একাডেমি – অবিবাহিত পুরুষ (জন্মতারিখ ২ জানুয়ারি ২০০২- ১ জানুয়ারি ২০০৭ এর মধ্যে)।

এয়ারফোর্স একাডেমি – ১ জানুয়ারি ২০২৬ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-২৪ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জানুয়ারি ২০০২- ১ জানুয়ারি ২০০৬ এর মধ্যে)।

অফিসার ট্রেনিং একাডেমি (পুরুষ) – অবিবাহিত পুরুষ (জন্মতারিখ ২ জানুয়ারি ২০০১-১ জানুয়ারি ২০০৭ সালের মধ্যে)।

অফিসার ট্রেনিং একাডেমি (মহিলা)- অবিবাহিত মহিলা (২ জানুয়ারি ২০০১- ১ জানুয়ারি ২০০৭ এর মধ্যে)।

জলপাইগুড়িতে নার্স নিয়োগ

প্রার্থী বাছাই পদ্ধতিঃ লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি,

ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি এবং এয়ারফোর্স অ্যাকাডেমির ক্ষেত্রে লেখা পরীক্ষায় থাকবে ইংলিশ, জেনারেল নলেজ এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্স।

মোট ৩০০ নম্বরের পরীক্ষা, সময় ৬ ঘণ্টা।

অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির ক্ষেত্রে লেখা পরীক্ষায় থাকবে ইংলিশ এবং জেনারেল নলেজ। মোট ২০০ নম্বরের পরীক্ষা, সময় ৪ ঘণ্টা।

আবেদনের ফি: ২০০ টাকা। ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

তপশিলি জাতি/ উপজাতি ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: https://upsc.gov.in  ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। UPSC CDS I 2025 Notification Out

নোটিসটি দেখতে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক যোগ্যতায় ঝাড়গ্রামে নিয়োগ

Exit mobile version