সিডিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ

schedule
2023-12-22 | 13:15h
update
2023-12-22 | 13:15h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ড ডিসেন্স সার্ভিস (১)-এর (CDS I) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে UPSC CDS (I) Recruitment 2024

এগজামিনেশন নোটিস নম্বর- 4/2024.CDS-I

শূন্যপদ : মোট ৪৫৭ টি পদের জন্য নেওয়া হবে, এর মধ্যে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ১০০, ইন্ডিয়ান ন্যাভাল একাডেমিতে ৩২,

এয়ার ফোর্স একাডেমিতে ৩২, অফিসার্স ট্রেনিং একাডেমিতে (পুরুষ) ২৭৫, অফিসার্স ট্রেনিং একাডেমিতে(মহিলা) ১৮ টি পদে নেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা :
১. ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ও অফিসার ট্রেনিং একাডেমির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাগবে।
২. ইন্ডিয়ান ন্যাভাল একাডেমির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউশন থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক যোগ্যতা লাগবে।
৩. এয়ারফোর্স একাডেমির জন্য উচ্চমাধ্যমিক ফিজিক্স ও অংক সহ যে কোন শাখায় স্নাতক বা ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক ডিগ্রি লাগবে। স্নাতক স্তরে শেষ বর্ষে পাঠরত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

Advertisement

স্নাতক যোগ্যতায় কাজের সুযোগAMP

বয়সসীমা :
ইন্ডিয়ান মিলিটারি একাডেমি – অবিবাহিত পুরুষ (জন্মতারিখ ২ জানুয়ারি ২০০১- ১ জানুয়ারি ২০০৬ এর মধ্যে)
ইন্ডিয়ান ন্যাভাল একাডেমি – অবিবাহিত পুরুষ (জন্মতারিখ ২ জানুয়ারি ২০০১- ১ জানুয়ারি ২০০৬ এর মধ্যে)
এয়ারফোর্স একাডেমি – ১ জানুয়ারি ২০২৫ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-২৪ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জানুয়ারি ২০০১- ১ জানুয়ারি ২০০৫ এর মধ্যে)।
অফিসার ট্রেনিং একাডেমি (পুরুষ) – অবিবাহিত পুরুষ (জন্মতারিখ ২ জানুয়ারি ২০০০-১ জানুয়ারি ২০০৬ সালের মধ্যে)।
অফিসার ট্রেনিং একাডেমি (মহিলা)- অবিবাহিত মহিলা (২ জানুয়ারি ২০০০- ১ জানুয়ারি ২০০৬ এর মধ্যে)।

টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডAMP

আবেদনের ফি: ২০০ টাকা। ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। তপশিলি জাতি/ উপজাতি ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি:  www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৯ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। UPSC CDS (I) Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.05.2024 - 00:49:37
Privacy-Data & cookie usage: