ইউপিএসসির মাধ্যমে মিলিটারি, নেভি, এয়ারফোর্সে চাকরি

2694
0
CDS Exam

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) কম্বাইন্ড ডিসেন্স সার্ভিস (২)-এর (CDS II) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – ১১/২০২১সিডিএস-২, ০৪.০৮.২০২১।

শূন্যপদ : মোট ৩৩৯ টি পদের জন্য নেওয়া হবে, এর মধ্যে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ১০০, ইন্ডিয়ান ন্যাভাল একাডেমিতে ২২, এয়ার ফোর্স একাডেমিতে ৩২, অফিসার্স ট্রেনিং একাডেমিতে (পুরুষ) ১৬৯, অফিসার্স ট্রেনিং একাডেমিতে(মহিলা) ১৬ টি পদে নেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা :
i ) ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ও অফিসার ট্রেনিং একাডেমির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাগবে।
ii ) ইন্ডিয়ান ন্যাভাল একাডেমির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউশন থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক যোগ্যতা লাগবে।
iii ) এয়ারফোর্স একাডেমির জন্য উচ্চমাধ্যমিক ফিজিক্স ও অংক সহ যে কোন শাখায় স্নাতক বা ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক ডিগ্রি লাগবে।
* স্নাতক স্তরে শেষ বর্ষে পাঠরত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা :
ইন্ডিয়ান মিলিটারি একাডেমি – অবিবাহিত পুরুষ, ১৮ থেকে ২৩ (২ জুলাই ১৯৯৮ – ১ জুলাই, ২০০৩ এর মধ্যে)
ইন্ডিয়ান ন্যাভাল একাডেমি – অবিবাহিত পুরুষ, ১৮ থেকে ২৩ (২ জুলাই ১৯৯৮ – ১ জুলাই, ২০০৩ এর মধ্যে)
এয়ারফোর্স একাডেমি – ২০ থেকে ২৪ (২ জুলাই, ১৯৯৮ – ১ জুলাই, ২০০২)
অফিসার ট্রেনিং একাডেমি (পুরুষ) – অবিবাহিত পুরুষ, ১৮ থেকে ২৪ (২ জুলাই ১৯৯৭ – ১ জুলাই, ২০০৩ এর মধ্যে)
অফিসার ট্রেনিং একাডেমি (মহিলা)- অবিবাহিত মহিলা, ১৮ থেকে ২৪ (২ জুলাই ১৯৯৭ – ১ জুলাই, ২০০৩ এর মধ্যে)

আবেদন – অনলাইনে আবেদন করতে হবে, আবদেন করার শেষ তারিখ ২৪ আগস্ট, ২০২১। শুধুমাত্র অনলাইনেই আবেদনের সুবিধা রয়েছে। আবেদন ফি লাগবে ২০০ টাকা (এসসি/এসটি প্রার্থীর লাগবে না)। আবেদন পূরণ করার সময় ২০ কেবি থেকে ৩০০ কেবি সাইজের ছবি ছবি ও স্বাক্ষর স্ক্যান কপি প্রস্তুত রাখবেন।

পরীক্ষা পদ্ধতি : ইন্ডিয়ান ন্যাভাল, মিলিটারি ও এয়ারফোর্স এর জন্য লিখিত পরীক্ষা ইংলিশ ১০০ নম্বর (২ ঘন্টা), জেনারেল নলেজ ১০০ (২ ঘন্টা), এলিমেন্টারি ম্যাথমেটিক্স ১০০ (২ ঘন্টা) ও ইন্টারভিউ এবং অফিসার্স ট্রেনি একাডেমির জন্য ইংলিশ ১০০ (২ ঘন্টা), জেনারেল নলেজ ১০০ নম্বর (২ ঘন্টা ) ও ইন্টারভিউ।

আবেদন করার জন্য ওয়েবসাইট : ক্লিক করুন

বিস্তারিত বিজ্ঞপ্তি লিঙ্ক : ক্লিক করুন

 

আরও চাকরির খবর একনজরে

 

কলকাতা পুরসভায় নিয়োগ