সিডিএস পরীক্ষার মাধ্যমে আর্মি, এয়ার ফোর্স, নেভিতে ৩৩৯ নিয়োগ

1958
0
UPSC CDS 2 Notification 2023

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ড ডিসেন্স সার্ভিস (২)-এর (CDS II) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (upsc cds notification 2022)।

বিজ্ঞপ্তি নম্বর – ১১/২০২২ সিডিএস-২, ১৮.০৫.২০২২।

শূন্যপদ : মোট ৩৩৯ টি পদের জন্য নেওয়া হবে, এর মধ্যে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ১০০, ইন্ডিয়ান ন্যাভাল একাডেমিতে ২২, এয়ার ফোর্স একাডেমিতে ৩২, অফিসার্স ট্রেনিং একাডেমিতে (পুরুষ) ১৬৯, অফিসার্স ট্রেনিং একাডেমিতে(মহিলা) ১৬ টি পদে নেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা :
১. ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ও অফিসার ট্রেনিং একাডেমির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাগবে।
২. ইন্ডিয়ান ন্যাভাল একাডেমির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউশন থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক যোগ্যতা লাগবে।
৩. এয়ারফোর্স একাডেমির জন্য উচ্চমাধ্যমিক ফিজিক্স ও অংক সহ যে কোন শাখায় স্নাতক বা ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক ডিগ্রি লাগবে। স্নাতক স্তরে শেষ বর্ষে পাঠরত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

উচ্চমাধ্যমিক যোগ্যতায় আর্মি, এয়ারফোর্স ও নেভিতে চাকরির বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন

বয়সসীমা :
ইন্ডিয়ান মিলিটারি একাডেমি – অবিবাহিত পুরুষ, ১৮ থেকে ২৩ (২ জুলাই ১৯৯৯ – ১ জুলাই, ২০০৪ এর মধ্যে)
ইন্ডিয়ান ন্যাভাল একাডেমি – অবিবাহিত পুরুষ, ১৮ থেকে ২৩ (২ জুলাই, ১৯৯৯ – ১ জুলাই, ২০০৪ এর মধ্যে)
এয়ারফোর্স একাডেমি – ২০ থেকে ২৪ (২ জুলাই, ১৯৯৯ – ১ জুলাই, ২০০৩)
অফিসার ট্রেনিং একাডেমি (পুরুষ) – অবিবাহিত পুরুষ, ১৮ থেকে ২৪ (২ জুলাই ১৯৯৮ – ১ জুলাই, ২০০৪ এর মধ্যে)
অফিসার ট্রেনিং একাডেমি (মহিলা)- অবিবাহিত মহিলা, ১৮ থেকে ২৪ (২ জুলাই ১৯৯৮ – ১ জুলাই, ২০০৪ এর মধ্যে)

দিল্লি পুলিশে কনস্টেবল নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন

আবেদন – অনলাইনে আবেদন করতে হবে, আবদেন করার শেষ তারিখ ৭ জুন ২০২২। শুধুমাত্র অনলাইনেই আবেদনের সুবিধা রয়েছে। আবেদন ফি লাগবে ২০০ টাকা (এসসি/এসটি প্রার্থীর লাগবে না)। আবেদন পূরণ করার সময় ২০ কেবি থেকে ৩০০ কেবি সাইজের ছবি ছবি ও স্বাক্ষর স্ক্যান কপি প্রস্তুত রাখবেন ((upsc cds notification 2022))।

নোটিসটি দেখতে ক্লিক করুন