ইউপিএসসির সিডিএস (১) পরীক্ষার চূড়ান্ত ফল

1179
0
UPSC CDS 2 Notification 2023

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০২০ সালের কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এগজামিনেশন (১)-এর চূড়ান্ত ফল বেরিয়েছে (upsc cds result)।
সফল হয়েছেন ১৪৭ জন। তাঁদের তালিকা দেখা যাবে কমিশনের ওয়েবসাইটে (http://www.upsc.gov.in)।
প্রার্থীদের পাওয়া নম্বর ওয়েবসাইটে দেখা যাবে চূড়ান্ত ফল প্রকাশের ১৫ দিনে মধ্যে, তার পরের ৩০ দিন পর্যন্ত।
যাঁরা সফল হননি তাঁরাও চাইলে মার্কশিট সহ অন্যান্য বিবরণ প্রকাশে সম্মতি জানাতে পারেন ওয়েবসাইটের বিশেষ লিঙ্কে (upsc cds result)।
প্রকাশিত ফলের সূত্রে কোনো জিজ্ঞাস্য থাকলে কাজের দিনগুলোয় বেলা ১০টা-৫টার মধ্যে ফোন করতে পারেন, এই নম্বরে: 011-23385271, 011-23381125 ও 011-23098543.