Site icon জীবিকা দিশারী

ইউপিএসসির সিডিএস পরীক্ষার মার্কশিট ডাউনলোড

PSC, PSC Job, WB Jobs

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৭-র কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এগজামিনেশন-টু-র পরীক্ষার্থীদের পাওয়া নম্বর ইউপিএসসির ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে। প্রার্থীরা নির্দেশমতো তথ্যাদি দিয়ে নিজেদের মার্কশিট ডাউনলোড করে নিতে পারবেন। এই সংক্রান্ত ১০ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.upsc.gov.in/sites/default/files/Mks-PressNote-CDS-II-17.pdf

মার্কশিট দেখা যাবে এই লিঙ্কে রেজিস্ট্রেশন নম্বর/ রোল নম্বর, জন্মতারিখ ও ক্যাপচা (সিকিউরিটি কোড) দিয়ে: https://upsconline.nic.in/marksheet/exam/marksheet_system/marksheet_login.php#hhh1

২০১৭-র কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস এগজামিনেশনের ক্ষেত্রে ইন্টারভিউ/এসএসবিতে অসফল হওয়া প্রার্থীদের নম্বর প্রকাশের ব্যবস্থাও করা হয়েছে, যাতে সম্ভাব্য অন্যান্য নিয়োগকারীরাও তার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করতে পারেন। সেই নিয়োগ-সম্ভাবনা বাড়াতে সেই নম্বরের সাইটের লিঙ্ক যুক্ত থাকবে ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের পোর্টালের সঙ্গেও। তাতে জানা যাবে প্রার্থীর নাম, বাবার/স্বামীর নাম, জন্মতারিখ, ক্যাটেগরি (তঃজাঃ/তঃউঃজাঃ/ওবিসি/শাঃপ্রঃ/সংখ্যালঘু), লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা, প্রাপ্ত মোট নম্বর, পুরো ঠিকানা, ইমেল আইডি। ওই পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার চূড়ান্ত ফলাফলে অসফল হলে নম্বর প্রকাশে প্রার্থী রাজি কিনা তা জানাতে হতে পারে আবেদনের সময়েই।

কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস এগজামিনেশনের  অসফল পরীক্ষার্থীদের নম্বর ও ওপরের মতো অন্যান্য তথ্য জানা যাবে এই লিঙ্কে:

http://www.upsc.gov.in/sites/default/files/PublDiscMks-CMSE-2017-Engl-F.pdf

Exit mobile version