ইউপিএসসির সিভিল সার্ভিসে ১০৫৬

901
0
UPSC Civil Service Exam 2024

ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা ২০২৪-এর জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। UPSC Civil Service Exam 2024

প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।

সিভিল সার্ভিস এগজামিনেশন, ২০২৪-এর মাধ্যমে নিয়োগ হবে নিচের পদগুলিতে: (১) ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস,

(২) ইন্ডিয়ান ফরেন সার্ভিস, (৩) ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, (৪) ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস, গ্রুপ এ,

(৫) ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টস সার্ভিস, গ্রুপ এ (৬) ইন্ডিয়ান কর্পোরেট ল সার্ভিস, গ্রুপ এ (৭) ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্টস সার্ভিস, গ্রুপ এ

(৮) ইন্ডিয়ান ডিফেন্স এস্টেট সার্ভিস, গ্রুপ এ (৯) ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস, জুনিয়র গ্রেড গ্রুপ এ

(১০) ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস, গ্রুপ এ (১১) ইন্ডিয়ান পিঅ্যান্ডটি অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স সার্ভিস, গ্রুপ এ

(১২) ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস, গ্রুপ এ

(১৩) ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (কাস্টমস অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্স) গ্রুপ এ (১৪) ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (ইনকাম ট্যাক্স) গ্রুপ এ

(১৫) ইন্ডিয়ান ট্রেড সার্ভিস গ্রুপ এ (১৬) ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস, গ্রুপ এ (১৭) আর্মড ফোর্সেস হেডকোয়াটার্স সিভিল সার্ভিস, গ্রুপ বি

(১৮) দিল্লি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দমন দিউ, দাদরা ও নাগার হাভেলি সিভিল সার্ভিস গ্রুপ বি

(১৯) দিল্লি, আন্দামান নিকোবর, লাক্ষ্মদ্বীপ, দমন ও দিউ, দাদরা ও নাগার হাভেলি পুলিশ সার্ভিস, গ্রুপ বি

(২০) পণ্ডিচেরী সিভিল সার্ভিস গ্রুপ বি। (২১) পণ্ডিচেরী পুলিশ সার্ভিস, গ্রুপ বি।

প্রেসিডেন্সিতে পিএইচডিতে ভর্তির বিজ্ঞপ্তি

বয়সঃ ১ আগস্ট ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩২ বছরের মধ্যে (জন্মতারিখ ২ আগস্ট ১৯৯২-১ আগস্ট ২০০৩ তারিখের মধ্যে)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে।

যাঁরা ইতিমধ্যেই ছ-বার পরীক্ষা দিয়েছেন কিন্তু সফলতা পাননি তাঁরা এই পরীক্ষায় বসার জন্য অন্যান্য যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন না।

ওবিসি ও সাধারণ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৯ বার এই পরীক্ষায় বসতে পারবেন। তপশিলি প্রার্থীদের ক্ষেত্রে এই পরীক্ষায় বসার কোনো বারের সীমা নেই।

ইউপিএসসির ফরেস্ট সার্ভিসে নিয়োগ

শারীরিক মাপজোক: কয়েকটি পদের ক্ষেত্রে উপযুক্ত স্বাস্থ্য থাকা দরকার। দৃষ্টিশক্তি সংক্রান্ত কিছু বাধ্যবাধকতা আছে। বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে।

আবেদনের ফিঃ ১০০ টাকা। ভিসা/ মাস্টার/ রুপে/ ক্রেডিট/ ডেবিট/ ইউপিআই পেমেন্ট বা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে কোনো শাখায় ক্যাশে আবেদনের ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতিঃ www.upsconline.nic.in  ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৫ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত।

ইসরোতে টেকনিশিয়ান, অ্যাসিঃ, ড্রাইভার নিয়োগ

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য www.upsc.gov.in ওয়েবসাইটে জানা যাবে। UPSC Civil Service Exam 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন