ইউপিএসসির সিভিল সার্ভিসে ১০৫৬

schedule
2024-02-16 | 05:37h
update
2024-02-16 | 05:37h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা ২০২৪-এর জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। UPSC Civil Service Exam 2024

প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।

সিভিল সার্ভিস এগজামিনেশন, ২০২৪-এর মাধ্যমে নিয়োগ হবে নিচের পদগুলিতে: (১) ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস,

(২) ইন্ডিয়ান ফরেন সার্ভিস, (৩) ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, (৪) ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস, গ্রুপ এ,

(৫) ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টস সার্ভিস, গ্রুপ এ (৬) ইন্ডিয়ান কর্পোরেট ল সার্ভিস, গ্রুপ এ (৭) ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্টস সার্ভিস, গ্রুপ এ

(৮) ইন্ডিয়ান ডিফেন্স এস্টেট সার্ভিস, গ্রুপ এ (৯) ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস, জুনিয়র গ্রেড গ্রুপ এ

(১০) ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস, গ্রুপ এ (১১) ইন্ডিয়ান পিঅ্যান্ডটি অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স সার্ভিস, গ্রুপ এ

(১২) ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস, গ্রুপ এ

(১৩) ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (কাস্টমস অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্স) গ্রুপ এ (১৪) ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (ইনকাম ট্যাক্স) গ্রুপ এ

Advertisement

(১৫) ইন্ডিয়ান ট্রেড সার্ভিস গ্রুপ এ (১৬) ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস, গ্রুপ এ (১৭) আর্মড ফোর্সেস হেডকোয়াটার্স সিভিল সার্ভিস, গ্রুপ বি

(১৮) দিল্লি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দমন দিউ, দাদরা ও নাগার হাভেলি সিভিল সার্ভিস গ্রুপ বি

(১৯) দিল্লি, আন্দামান নিকোবর, লাক্ষ্মদ্বীপ, দমন ও দিউ, দাদরা ও নাগার হাভেলি পুলিশ সার্ভিস, গ্রুপ বি

(২০) পণ্ডিচেরী সিভিল সার্ভিস গ্রুপ বি। (২১) পণ্ডিচেরী পুলিশ সার্ভিস, গ্রুপ বি।

প্রেসিডেন্সিতে পিএইচডিতে ভর্তির বিজ্ঞপ্তিAMP

বয়সঃ ১ আগস্ট ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩২ বছরের মধ্যে (জন্মতারিখ ২ আগস্ট ১৯৯২-১ আগস্ট ২০০৩ তারিখের মধ্যে)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে।

যাঁরা ইতিমধ্যেই ছ-বার পরীক্ষা দিয়েছেন কিন্তু সফলতা পাননি তাঁরা এই পরীক্ষায় বসার জন্য অন্যান্য যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন না।

ওবিসি ও সাধারণ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৯ বার এই পরীক্ষায় বসতে পারবেন। তপশিলি প্রার্থীদের ক্ষেত্রে এই পরীক্ষায় বসার কোনো বারের সীমা নেই।

ইউপিএসসির ফরেস্ট সার্ভিসে নিয়োগAMP

শারীরিক মাপজোক: কয়েকটি পদের ক্ষেত্রে উপযুক্ত স্বাস্থ্য থাকা দরকার। দৃষ্টিশক্তি সংক্রান্ত কিছু বাধ্যবাধকতা আছে। বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে।

আবেদনের ফিঃ ১০০ টাকা। ভিসা/ মাস্টার/ রুপে/ ক্রেডিট/ ডেবিট/ ইউপিআই পেমেন্ট বা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে কোনো শাখায় ক্যাশে আবেদনের ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতিঃ www.upsconline.nic.in  ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৫ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত।

ইসরোতে টেকনিশিয়ান, অ্যাসিঃ, ড্রাইভার নিয়োগAMP

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য www.upsc.gov.in ওয়েবসাইটে জানা যাবে। UPSC Civil Service Exam 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2024 - 13:01:45
Privacy-Data & cookie usage: