ইউপিএসসির সিভিল সার্ভিসে ৮১৬, ফরেস্ট সার্ভিসে ১৫১ পদে নিয়োগ

2358
0
UPSC Exam Calendar

ইন্ডিয়ান সিভিল সার্ভিস এগজামিনেশন, ২০২২ এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এগজামিনেশন ২০২২-এর সম্মিলিত প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনলাইন আবেদনগ্রহণ শুরু হয়েছে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

ইন্ডিয়ান সিভিল সার্ভিস এগজামিনেশন, ২০২২-এর নিয়োগের এগজামিনেশন নোটিস নম্বর: 05/2022-CSP, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এগজামিনেশন ২০২২-এর নিয়োগের এগজামিনেশন নোটিস নম্বর: 06/2022-IFoS, প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।

সিভিল সার্ভিস এগজামিনেশন, ২০২২-এর মাধ্যমে নিয়োগ হবে নিচের পদগুলিতে: (১) ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস,

(২) ইন্ডিয়ান ফরেন সার্ভিস, (৩) ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, (৪) ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস, গ্রুপ এ, (৫) ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টস সার্ভিস, গ্রুপ এ

(৬) ইন্ডিয়ান কর্পোরেট ল সার্ভিস, গ্রুপ এ (৭) ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্টস সার্ভিস. গ্রুপ এ (৮) ইন্ডিয়ান ডিফেন্স এস্টেট সার্ভিস, গ্রুপ এ (৯) ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস, জুনিয়র গ্রেড গ্রুপ এ

(১০) ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস, গ্রুপ এ (১১) ইন্ডিয়ান পিঅ্যান্ডটি অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স সার্ভিস, গ্রুপ এ (১২) ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস, গ্রুপ এ

(১৩) ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (কাস্টমস অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্স) গ্রুপ এ (১৪) ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (ইনকাম ট্যাক্স) গ্রুপ এ (১৫) ইন্ডিয়ান ট্রেড সার্ভিস গ্রুপ এ

(১৬) আর্মড ফোর্সেস হেডকোয়াটার্স সিভিল সার্ভিস, গ্রুপ বি (১৭) দিল্লি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দমন দিউ, দাদরা ও নাগার হাভেলি সিভিল সার্ভিস গ্রুপ বি

(১৮) দিল্লি, আন্দামান নিকোবর, লাক্ষ্মদ্বীপ, দমন ও দিউ, দাদরা ও নাগার হাভেলি পুলিশ সার্ভিস, গ্রুপ বি (১৯) পণ্ডিচেরী সিভিল সার্ভিস গ্রুপ বি।

সিভিল সার্ভিস এগজামিনেশন, ২০২২-এর শূন্যপদ ৮১৬, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এগজামিনেশন ২০২২-এর শূন্যপদ ১৫১।

বয়সসীমা (উভয় ক্ষেত্রেই): ১ আগস্ট, ২০২২ তারিখে বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর। বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

শিক্ষাগত যোগ্যতা: ইন্ডিয়ান সিভিল সার্ভিস এগজামিনেশন, ২০২২-এর জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এগজামিনেশন ২০২২-র জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হতে হবে নিচের বিষয়গুলির মধ্যে অন্তত একটি নিয়ে।

বিষয়: অ্যানিমাল হ্যাজব্যান্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, বটানি, কেমিস্ট্রি, জিওলজি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স ও জুলজি। অথবা এগ্রিকালচার বা ফরেস্ট্রিতে বা ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।

এবারের গ্র্যাজুয়েশনের পরীক্ষার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে যোগ্যতা সম্পূর্ণ করার প্রামাণপত্র পেয়ে থাকতে হবে মূল পর্বের পরীক্ষায় আবেদন করার সময়।

সিভিল সার্ভিস এগজামিনেশন, ২০২২ এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এগজামিনেশন ২০২২-এর ক্ষেত্রে সাধারণ ক্যাটেগরির প্রার্থীরা ছয় বার এই পরীক্ষায় বসতে পারবেন।

যাঁরা ইতিমধ্যেই ছ-বার পরীক্ষা দিয়েছেন কিন্তু সফলতা পাননি তাঁরা এই পরীক্ষায় বসার জন্য অন্যান্য যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন না।

ওবিসি ও সাধারণ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৯ বার এই পরীক্ষায় বসতে পারবেন। তপশিলি প্রার্থীদের ক্ষেত্রে এই পরীক্ষায় বসার কোনো বারের সীমা নেই।

শারীরিক মাপজোক: কয়েকটি পদের ক্ষেত্রে উপযুক্ত স্বাস্থ্য থাকা দরকার। দৃষ্টিশক্তি সংক্রান্ত কিছু বাধ্যবাধকতা আছে। বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে।

আবেদনের ফি: প্রথমে আবেদন করতে হবে শুধু প্রিলিমিনারি পরীক্ষার জন্য, তার ফি ১০০ টাকা। অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই ফি জমা দেওয়া যাবে।

অনলাইন আবেদনের পার্ট টু রেজিস্ট্রেশনের সময় ‘পে বাই ক্যাশ’ অপশনে ক্লিক করলে নির্দিষ্ট চালান (পে-ইন স্লিপ) পাওয়া যাবে। ওই স্লিপটি নিয়ে এসবিআই ব্যাঙ্কের যে-কোনো শাখায় নগদে ফি জমা দেওয়া যাবে। পার্ট টু রেজিস্ট্রেশনের পরবর্তী কাজের দিন ব্যাঙ্কের কাজের সময়ের মধ্যে ফি জমা দিতে হবে। ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ রাত ১১টা ৫৯ মিনিটের পর ‘পে বাই ক্যাশ’ মোডটি বন্ধ হয়ে যাবে। অনলাইনে ফি জমা দেওয়া যাবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নেট ব্যাঙ্কিং/ মাস্টার ক্রেডিট/ ডেবিট কার্ডের মাধ্যমে। অনলাইন ফি জমা দেওয়া যাবে আগামী ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।

তপশিলি, শারীরিক প্রতিবন্ধী, মহিলা এবং অর্থনৈতিক অনগ্রসর সংখ্যালঘু প্রার্থীদের কোনো ফি লাগবে না।

আবেদনের পদ্ধতি: www.upsconline.nic.in অথবা www.upsc.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। ওয়েবসাইটে দেওয়া নির্দেশ অনুযায়ী ফর্ম পূরণ করবেন। অনলাইন আবেদন করা যাবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

বয়স, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, ফি জমা দেওয়ার পদ্ধতি সহ এব্যাপারে খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে www.upsc.gov.in এবং www.upsconline.nic.in ওয়েবসাইটে (upsc civil service & forest service 2022)।

অনলাইন আবেদন সক্রান্ত কোনো জিজ্ঞাসা বা কোনো সমস্যা হলে তার জন্য যে-কোনো কাজের দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আছে হেল্পলাইন নম্বর: 011-23381125/011-23385271/011-23098543.

 

সিভিল সার্ভিস পরীক্ষার অনলাইন আবেদন করতে ক্লিক করুন

 

ফরেস্ট সার্ভিস পরীক্ষার অনলাইন আবেদন করতে ক্লিক করুন

সিভিল সার্ভিসের নোটিস দেখতে ক্লিক করুন

 

ফরেস্ট সার্ভিসের নোটিস দেখতে ক্লিক করুন