ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) মাধ্যমে সিভিল সার্ভিস (Civil Service), ২০২০ পরীক্ষার পার্সোন্যালিটি টেস্ট-এর তারিখ ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণা হয়েছিল ২৩ মার্চ, ২০২১। পার্সোন্যালিটি টেস্টের জন্য কমিশনের ওয়েবসাইট থেকে ই-কললেটার প্রার্থীরা ডাউনলোড করে নিতে পারবেন। রোল নম্বর সহ নির্দিষ্ট পরীক্ষার তারিখ ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে। ২৬ এপ্রিল, ২০২১ থেকে পার্সোন্যালিটি টেস্ট শুরু হবে।
তালিকা দেখে নেওয়ার লিঙ্ক: ক্লিক করুন
UPSC, UPSC Result, UPSC Civil Service