ইউপিএসসির মাধ্যমে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট

666
0
UPSC Exam Calendar

মিনিস্ট্রি অব লেবার অ্যান্ড এমপ্লয়েমন্টের অধীন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে ৩২৩টি শূন্যপদে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। UPSC EPFO Recruitment

বিজ্ঞপ্তি নম্বরঃ ৫১/২০২৪।

শূন্যপদঃ মোট শূন্যপদ ৩২৩ (অসরংক্ষিত ১৩২, ইডব্লুএস ৩২, ওবিসি ৮৭, তপশিলি জাতি ৪৮, তপশিলি উপজাতি ২৪)।

মাধ্যমিক যোগ্যতায় কলকাতা পুলিশে কনস্টেবল

বয়সঃ ২৭ মার্চ ২০২৪ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতিঃ https://www.upsconline.nic.in  বা https://www.upsc.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

ভারতীয় রেলে কনস্টেবল

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৭ মার্চ থেকে ২৭ মার্চ ২০২৪ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত। UPSC EPFO Recruitment