ইউপিএসসির ফরেস্ট সার্ভিস (মেইন) লিখিত পরীক্ষার ফল

750
0
UPSC Exam Calendar

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০২০-র ( upsc) ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (মেইন) (IFS) লিখিত পরীক্ষার ফল বেরোল। পরীক্ষা হয়েছিল গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত। সফল প্রার্থীদের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (গ্রুপ-‘এ’) পদে নিয়োগের জন্য এরপর ইন্টারভিউ হবে দিল্লিতে ইউপিএসসির অফিসে। এজন্য ই-সামন লেটার যথাসময়ে ডাউনলোড করে নিতে হবে কমিশনের ওয়েবসাইট থেকে (http://www.upsc.gov.in)। কোনো হার্ডকপি কাউকে পাঠানো হবে না।

কমিশনের ১৬ জুন তারিখে প্রকাশিত এই ফলাফল সহ বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: ক্লিক করুন

ই-সামন লেটার আপলোড করা হলে ডাউনলোড করতে কোনো সমস্যা হলে কাজের দিনগুলিতে অফিসের সময়ে ফোন করতে হবে এই নম্বরগুলির কোনোটিতে: 011-23385271, 011-23381125, 011-23098543 বা ফ্যাক্সে (011-23387310, 011-23384472) বা ইমেলে (skindo-upsc@gov.in)।