Site icon জীবিকা দিশারী

ইউপিএসসির ফরেস্ট সার্ভিসে ১৫০ পদে নিয়োগ

upsc forest service notification 2023

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এগজামিনেশন ২০২৩-এর প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে (upsc forest service notification 2023)।

প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এগজামিনেশন নোটিস নম্বর: 06/2023-IFoS.

নিচের যোগ্যতার যে কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১ আগস্ট ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩২ বছরের মধ্যে (জন্মতারিখ ২ আগস্ট ১৯৯১-১ আগস্ট ২০০২ সালের মধ্যে হতে হবে)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: অ্যানিমেল হাঝবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স/ বটানি/ কেমিস্ট্রি/ জিওলজি/ ম্যাথমেটিক্স/ ফিজিক্স/

স্ট্যাটিস্টিক্স অ্যান্ড জুলজি/ এগ্রিকালচার/ ফরেস্ট্রিতে ব্যাচেলর ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রিলিমিনারি, মেইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

পরীক্ষার ধরন সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদনের ফি: আবেদনের ফি ১০০ টাকা। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে কোনো শাখায় ক্যাশে অথবা নেট ব্যাঙ্কিং/ ভিসা/ মাস্টার/ রুপে/

ক্রেডিট/ ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে আবেদনের ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (upsc forest service notification 2023)।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

স্বাস্থ্য দপ্তরে নার্স নিয়োগের খবরটি দেখতে ক্লিক করুন

Exit mobile version