ইউপিএসসির মাধ্যমে ২৮৫ জিওলজিস্ট, কেমিস্ট, সায়েন্টিস্ট

988
0
UPSC Exam Calendar

জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ও সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের বিভিন্ন গ্রুপ-‘এ’ পর্যায়ের ২৮৫ শূন্যপদে নিয়োগের জন্য

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০২৩-এর কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট এগজামিনেশনের দরখাস্ত নেওয়া হচ্ছে।

এগজামিনেসন নোটিস নম্বর 02/2023-GEOL, তারিখ ২১-০৯-২০২২। আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে।

মোট শূন্যপদ: ২৮৫টি। শূন্যপদের বিন্যাস: মিনিস্ট্রি অব মাইনস-এর জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ক্যাটেগরি ওয়ানে জিওলজিস্ট, গ্রুপ-এ ২১৬।

জিওফিজিসিস্ট, গ্রুপ-এ ২১। কেমিস্ট, গ্রুপ-এ ১৯।

মিনিস্ট্রি অব ওয়াটার রিসোর্সেস-এর সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের ক্যাটেগরি টু-তে সায়েন্টিস্ট বি (হাইড্রোজিওলজি) গ্রুপ-এ ২৬,

সায়েন্টিস্ট বি (কেমিক্যাল) গ্রুপ এ- ১, সায়েন্টিস্ট বি (জিওফিজিক্স) গ্রুপ এ ২৷ পদসংরক্ষণের ব্যবস্থা আছে সরকারি নিয়মানুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা: জিওলজিস্ট, গ্রুপ-এ পদের জন্য যে-কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জিওলজিক্যাল সায়েন্স বা জিওলজি বা অ্যাপ্লায়েড জিওলজি বা জিও-এক্সপ্লোরেশন

বা মিনারেল এক্সপ্লোরেশন বা ইঞ্জিনিয়ারিং জিওলজি বা মেরিন জিওলজি বা আর্থ সায়েন্স এবং রিসোর্স ম্যানেজমেন্ট বা ওশেনোগ্রাফি অ্যান্ড কোস্টাল এরিয়াজ স্টাডিজ

বা পেট্রোলিয়াম জিওসায়েন্সেস বা পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন বা জিওকেমিস্ট্রি বা জিওলজিক্যাল টেকনোলজি বা জিওফিজিক্যাল টেকনোলজিতে মাস্টার ডিগ্রি।

কলকাতা পুরসভায় নার্স নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন

জিওফিজিসিস্ট গ্রুপ-এ পদের জন্য ফিজিক্স বা অ্যাপ্লায়েড ফিজিক্স বা জিওফিজিক্স বা অ্যাপ্লায়েড জিওফিজিক্স বা মেরিন জিওফিজিক্স বিষয়ে এমএসসি

বা এক্সপ্লোরেশন জিওফিজিক্সে ইন্ট্রিগ্রেটেড এমএসসি বা অ্যাপ্লায়েড জিওফিজিক্সে এমএসসি (টেক)।

কেমিস্ট পদের জন্য কেমিস্ট্রি বা অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি বিষয়ে এমএসসি।

জুনিয়র হাইড্রোজিওলজিস্ট (সায়েন্টিস্ট-বি) গ্রুপ-এ পদের জন্য যে-কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জিওলজি বা অ্যাপ্লায়েড জিওলজি

বা মেরিন জিওলজিতে মাস্টার ডিগ্রি অথবা হাইড্রোজিওলজি বিষয়ে মাস্টার ডিগ্রি।

চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারেন। জিওলজিস্ট ও হাইড্রোজিওলজিস্ট দুই পদের জন্যই যোগ্যতা যাঁদের আছে তাঁরা দুই পদের জন্যই আবেদন করতে পারেন।

বয়সের ঊর্ধ্বসীমা: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩২ বছরের মধ্যে৷

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

আবেদনের ফি: ২০০ টাকা। ভিসা/ মাস্টার/ রূপে ক্রেডিট/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। http://www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

অনলাইন আবেদন করা যাবে ১১ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন