ইউপিএসসির ফরেস্ট সার্ভিসে ১৫০ পদে নিয়োগ

584
0
UPSC IFS Exam 2024

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এগজামিনেশন ২০২৪-এর প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। UPSC IFS Exam 2024

প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এগজামিনেশন নোটিস নম্বর: 06/2024-IFoS.

নিচের যোগ্যতার যে কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১ আগস্ট ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩২ বছরের মধ্যে (জন্মতারিখ ২ আগস্ট ১৯৯২-১ আগস্ট ২০০৩ সালের মধ্যে হতে হবে)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স/ বটানি/ কেমিস্ট্রি/ জিওলজি/ ম্যাথমেটিক্স/ ফিজিক্স/

স্ট্যাটিস্টিক্স অ্যান্ড জুলজি/ এগ্রিকালচার/ ফরেস্ট্রিতে ব্যাচেলর ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রিলিমিনারি, মেইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

পরীক্ষার ধরন সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

কোস্টগার্ডে ৭০ অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট নিয়োগ

আবেদনের ফি: আবেদনের ফি ১০০ টাকা। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে কোনো শাখায় ক্যাশে অথবা নেট ব্যাঙ্কিং/ ভিসা/ মাস্টার/ রুপে/ ক্রেডিট/

ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে আবেদনের ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৫ মার্চ ২০২৪ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য www.upsconline.nic.in অথবা www.upsc.gov.in উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে। UPSC IFS Exam 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন