ইউপিএসসির এনডিএ অ্যান্ড এনএ পরীক্ষা

384
0
UPSC NDA 2 Notification

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ন্যাভাল অ্যাকাডেমি (২), ২০২৪ (NDA & NA Exam II 2024) পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। UPSC NDA 2 Notification

নির্দিষ্ট যোগ্যতায় যে কোন ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদ: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ৩৭০ টি (২০৮ আর্মি (১০ মহিলা প্রার্থী), ৪২ নেভি (১২ জন মহিলা প্রার্থী সহ),

এয়ার ফোর্স ৯২, গ্রাউন্ড ডিউটিস (টেক) ১৮, গ্রাউন্ড ডিউটিস (নন টেক) ১০। ন্যাভাল অ্যাকাডেমি ৩০ টি পদ রয়েছে (৯টি শূন্যপদ মহিলাদের জন্য)।

যোগ্যতা: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির আর্মি উইংয়ের জন্য স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ন হতে হবে।

এয়ার ফোর্স, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ন্যাভাল উইয়ংস এবং ন্যাভাল অ্যাকাডেমির জন্য ফিজিক্স, কেমিস্ট্রি

এবং অঙ্ক সহ উচ্চ মাধ্যমিক উত্তীর্ন হতে হবে।

সিডিএস পরীক্ষার মাধ্যমে ৪৫৯ শূন্যপদে নিয়োগ

বয়স: জন্মতারিখ হতে হবে ২ জানুয়ারি ২০০৬-১ জানুয়ারি ২০০৯ সালের মধ্যে।

কেবলমাত্র অবিবাহিত পুরুষ/ মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

আবেদনের ফি: ১০০ টাকা। অনলাইনে ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.upsconline.nic.in অথবা https://www.upsc.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৪ জুন ২০২৪ তারিখ পর্যন্ত। UPSC NDA 2 Notification

নোটিসটি দেখতে ক্লিক করুন