ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ন্যাভাল অ্যাকাডেমিতে ৩৯৫

schedule
2023-05-18 | 13:53h
update
2023-05-18 | 13:53h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) মাধ্যমে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি UPSC NDA 2

এবং ন্যাভাল অ্যাকাডেমি(২), ২০২৩ (NDA & NA Exam II 2023) পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

নির্দিষ্ট যোগ্যতায় যে কোন ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেনা।

শূন্যপদ: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ৩৭০ টি (২০৮ আর্মি (১০ মহিলা প্রার্থী), ৪২ নেভি (১২ জন মহিলা প্রার্থী সহ),

এয়ার ফোর্স ৯২, গ্রাউন্ড ডিউটিস (টেক) ১৮, গ্রাউন্ড ডিউটিস (নন টেক) ১০। ন্যাভাল অ্যাকাডেমি ২৫ টি পদ রয়েছে (৭টি শূন্যপদ মহিলাদের জন্য)।

সাহিত্য অ্যাকাডেমিতে কর্মী নিয়োগAMP

Advertisement

যোগ্যতা: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির আর্মি উইংয়ের জন্য স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ন হতে হবে।

এয়ার ফোর্স, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ন্যাভাল উইয়ংস এবং ন্যাভাল অ্যাকাডেমির জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এবং অঙ্ক সহ উচ্চ মাধ্যমিক উত্তীর্ন হতে হবে।

বয়স: জন্মতারিখ হতে হবে ২ জানুয়ারি ২০০৫-১ জানুয়ারি ২০০৮ সালের মধ্যে। কেবলমাত্র অবিবাহিত পুরুষ/ মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

পাওয়ার গ্রিডে ট্রেনি অফিসারAMP

আবেদনের ফি: ১০০ টাকা। অনলাইনে ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.upsconline.nic.in অথবা https://www.upsc.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৬ জুন ২০২৩ তারিখ পর্যন্ত। পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত ইউপিএসসির ওয়েবসাইট থেকে জানা যাবে। UPSC NDA 2

অফিশিয়াল নোটিফিকেশন ———-  ক্লিক করুন

অনলাইন আবেদন করতে ক্লিক করুন

 

কলকাতা দূরদর্শনে কর্মী নিয়োগAMP

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2024 - 14:03:29
Privacy-Data & cookie usage: