ইউপিএসসির এনডিএ অ্যান্ড এনএ পরীক্ষা

724
0
UPSC NDA 1 Notification Out

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ন্যাভাল অ্যাকাডেমি (১), ২০২৪ (NDA & NA Exam I 2024) পরীক্ষার জন্য UPSC NDA & NA Examination

বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নির্দিষ্ট যোগ্যতায় যে কোন ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদ: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ৩৭০ টি (২০৮ আর্মি (১০ মহিলা প্রার্থী),

৪২ নেভি (১২ জন মহিলা প্রার্থী সহ), এয়ার ফোর্স ৯২, গ্রাউন্ড ডিউটিস (টেক) ১৮, গ্রাউন্ড ডিউটিস (নন টেক) ১০।

ন্যাভাল অ্যাকাডেমি ৩০ টি পদ রয়েছে (৯টি শূন্যপদ মহিলাদের জন্য)।

যোগ্যতা: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির আর্মি উইংয়ের জন্য স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ন হতে হবে।

এয়ার ফোর্স, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ন্যাভাল উইয়ংস এবং ন্যাভাল অ্যাকাডেমির জন্য ফিজিক্স, কেমিস্ট্রি

এবং অঙ্ক সহ উচ্চ মাধ্যমিক উত্তীর্ন হতে হবে।

সিডিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ

বয়স: জন্মতারিখ হতে হবে ২ জুলাই ২০০৫-১ জুলাই ২০০৮ সালের মধ্যে।

কেবলমাত্র অবিবাহিত পুরুষ/ মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

আবেদনের ফি: ১০০ টাকা। অনলাইনে ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

স্নাতক যোগ্যতায় কাজের সুযোগ

আবেদনের পদ্ধতি: www.upsconline.nic.in অথবা https://www.upsc.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৯ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে। UPSC NDA & NA Examination

নোটিসটি দেখতে ক্লিক করুন