কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে ৮৩৮ শূন্যপদে নিয়োগ

1284
0
upsc notification 2021

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস পরীক্ষার (২০২১) মাধ্যমে ৮৩৮ জন মেডিক্যাল স্টাফ নিয়োগ করা হবে (upsc notification 2021)৷

এগজামিনেশন নোটিস নম্বর: 09/2021-CMS.

শূন্যপদ: জুনিয়র স্কেল পোস্ট- সেন্ট্রাল হেলথ সার্ভিসে: ৩৪০, অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল মেডিক্যাল অফিসার (রেলওয়ে): ৩০০,

জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে): ৫,

জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার গ্রেড টু (ইস্ট দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন, নর্থ দিল্লি এবং সাউথ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন): ১৮৪৷

বয়সসীমা: ১ আগস্ট ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩২ বছরের কম৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: এমবিবিএস পাশ৷ অন্তিম বছরের ছাত্রছাত্রীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন৷

পরীক্ষার তারিখ: কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস পরীক্ষা হবে ২১ নভেম্বর ২০২১ তারিখ৷

লিখিত পরীক্ষার সিলেবাস ও অন্যান্য বিষয়ে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে৷

আবেদনের ফি: ২০০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ক্যাশ বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে এছাড়া ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ডের মাধ্যমেও ফি দেওয়া যাবে৷

আবেদনের পদ্ধতি: https://upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে (upsc notification 2021৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷৷ অনলাইন আবেদন করা যাবে ২৭ জুলাই ২০২১ সন্ধ্যা ৬টা পর্যন্ত৷

নোটিসটি দেখতে ক্লিক করুন

ডব্লুবিসিএস ২০১৯ গ্রুপ এ ও গ্রুপ বি পদের রেজাল্ট দেখতে ক্লিক করুন

 

upsc notification 2021, upsc combined medical services examination