Site icon জীবিকা দিশারী

কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে ৮৩৮ শূন্যপদে নিয়োগ

upsc notification 2021

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস পরীক্ষার (২০২১) মাধ্যমে ৮৩৮ জন মেডিক্যাল স্টাফ নিয়োগ করা হবে (upsc notification 2021)৷

এগজামিনেশন নোটিস নম্বর: 09/2021-CMS.

শূন্যপদ: জুনিয়র স্কেল পোস্ট- সেন্ট্রাল হেলথ সার্ভিসে: ৩৪০, অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল মেডিক্যাল অফিসার (রেলওয়ে): ৩০০,

জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে): ৫,

জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার গ্রেড টু (ইস্ট দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন, নর্থ দিল্লি এবং সাউথ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন): ১৮৪৷

বয়সসীমা: ১ আগস্ট ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩২ বছরের কম৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: এমবিবিএস পাশ৷ অন্তিম বছরের ছাত্রছাত্রীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন৷

পরীক্ষার তারিখ: কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস পরীক্ষা হবে ২১ নভেম্বর ২০২১ তারিখ৷

লিখিত পরীক্ষার সিলেবাস ও অন্যান্য বিষয়ে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে৷

আবেদনের ফি: ২০০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ক্যাশ বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে এছাড়া ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ডের মাধ্যমেও ফি দেওয়া যাবে৷

আবেদনের পদ্ধতি: https://upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে (upsc notification 2021৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷৷ অনলাইন আবেদন করা যাবে ২৭ জুলাই ২০২১ সন্ধ্যা ৬টা পর্যন্ত৷

নোটিসটি দেখতে ক্লিক করুন

ডব্লুবিসিএস ২০১৯ গ্রুপ এ ও গ্রুপ বি পদের রেজাল্ট দেখতে ক্লিক করুন

 

upsc notification 2021, upsc combined medical services examination

Exit mobile version