ইউপিএসসি পরীক্ষার সাফল্যেও মেয়েদের জয়জয়কার

603
0
UPSC Result 2022

প্রকাশিত হল সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষার ফল। সর্বভারতীয় সিভিল সার্ভিস এই পরীক্ষা গুরুত্বপূর্ণষ এই সাফল্য দেশের প্রশাসনের নানা কাজের সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত হওয়া যায়। UPSC Result 2022

এই চাকরির মাহাত্ম্য অনেক। ২০২২ সালের প্রকাশিত ফলে দেখা যাচ্ছে সেখানেও মেয়েদের সাফল্য নজর কাড়া।

প্রকাশিত ফলে প্রথম দশ জনের মধ্যে ছজনই মেয়ে। প্রথম হয়েছেন দিল্লির ঈশিতা কিশোর।

যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকার করেছেন গরিমা লোহিয়া, উমা হারথি এন এবং স্মৃতি মিশ্র।

মাধ্যমিক যোগ্যতায় গ্রামীণ ডাক সেবক

উ্লেখ্য, ২০২১ সালের ইউপিএসসি পরীক্ষাতেও প্রথম তিনটি স্থান জিতে নিয়েছিনে মেয়েরাই। এ বারে ইউপিএসসি পরীক্ষা দিয়েছিলেন মোট ৯৩৩ জন।

তার মধ্যে মেয়েদের সংখ্যা ৩১২, ছেলেদের সংখ্যা ৬১৩। প্রথম ২৫ জনের মধ্যে ১৪ জনই মেয়ে।

জানা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত সিভিল সার্ভিস অ্যাকাডেমির সাত শিক্ষার্থী কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত পর্বে সফল হয়েছেন।

রেজাল্ট দেখতে ক্লিক করুন

 

UPSC Result 2022

কলকাতা বন্দরে ইঞ্জিনিয়ার নিয়োগ