রাজ্যে অষ্টম শ্রেণি যোগ্যতায় কাজের সুযোগ

1020
0
Uttar Dinajpur District Court Recruitment

উত্তর দিনাজপুর জেলা আদালতে ৭৪টি শূন্যপদে ইংলিশ স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, Uttar Dinajpur District Court Recruitment প্রসেস সার্ভার ও গ্রুপ ডি স্টাফ নিয়োগ করা হবে।

এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বরঃ 22/DRC.

শূন্যপদঃ ইংলিশ স্টেনোগ্রাফারঃ ২, আপার ডিভিশন ক্লার্কঃ ৭, লোয়ার ডিভিশন ক্লার্কঃ ৩২,

প্রসেস সার্ভারঃ ৬, গ্রুপ ডি (পিওন/ফারাশ/নাইট গার্ড) ২৭।

যোগ্যতা ও বয়সঃ আপার ডিভিশন ক্লার্কঃ যে কোনো শাখায় স্নাতক এবং ৬ মাসের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে

ও কম্পিউটারে প্রতি মিনিটে ৪০ শব্দের গতিতে টাইপিং জানতে হবে। বয়স হতে হবে ১৮-৩২ বছরের মধ্যে।

ইংলিশ স্টেনোগ্রাফারঃ মাধ্যমিক বা সমতুল পাশ, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে।

প্রতি মিনিটে ৮০ শব্দের গতিতে শর্টহ্যান্ড নিতে হবে এবং প্রতি মিনিটে ৪০ শব্দের গতিতে টাইপ করতে হবে। বয়স হতে হবে ১৮-৩২ বছরের মধ্যে।

লোয়ার ডিভিশন ক্লার্কঃ মাধ্যমিক বা সমতুল পাশ, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে।

টাইপিং টেস্ট পাশ করে থাকতে হবে অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।

প্রসেস সার্ভার (গ্রুপ ডি)- অষ্টম শ্রেণি পাশ। বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।

পিওন/ফারাশ/নাইট গার্ড (গ্রুপ ডি)- অষ্টম শ্রেণি পাশ। বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।

সবকটি পদের ক্ষেত্রেই ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে

এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনঃ ইংলিশ স্টেনোগ্রাফার পদে বেতন ৩২১০০-৮২৯০০ টাকা। আপার ডিভিশন ক্লার্ক পদে বেতন ২৮৯০০-৭৪৫০০ টাকা।

লোয়ার ডিভিশিন ক্লার্ক পদে বেতন ২২৭০০-৫৮৫০০ টাকা।

প্রসেস সার্ভার পদে বেতন ২১০০০-৫৪০০০ টাকা।

গ্রপ ডি (পিওন/ ফারাশ/ নাইট গার্ড) পদে বেতন ১৭০০০-৪৩৬০০ টাকা।

এলআইসি হাউজিংয়ে ২০০ শূন্যপদে নিয়োগ

আবেদনের ফিঃ ইংলিশ স্টেনোগ্রাফার ও আপার ডিভিশন ক্লার্ক পদে আবেদনের ফি ৬০০ টাকা

সঙ্গে ব্যাঙ্ক চার্জ, তপশিলি জাতি/উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৩০০ টাকা।

লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদনের ফি ৫০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা।

প্রসেস সার্ভার পদে ৪০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি পদে ২০০ টাকা।

পিওন পদে ৩০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদরে ক্ষেত্রে ১৫০ টাকা। সবক্ষেত্রেই বাড়তি ব্যাঙ্ক চার্জ দিতে হবে।

উত্তর ২৪ পরগণয়া অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ https://uttardinajpurcourtrecruitment2024.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২০ অগস্ট ২০২৪ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। Uttar Dinajpur District Court Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন

টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ক্লিক করুন