উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, মেডিক্যাল অফিসার, কাউন্সেলর, স্পেশ্যালিস্ট (মেডিসিন, পেডিয়াট্রিক্স, জিঅ্যান্ডও, অপথ্যালমোলজিস্ট) (Uttar Dinajpur job vacancy),
ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক এপিডেমিওলজিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডেটা ম্যানেজার পদে ৬১ জন নিয়োগ করা হবে। মেমো নম্বর: DHFWS/UD/ADV/XV-FC/2022-23/4386/22.
পারিশ্রমিক: স্টাফ নার্স পদে ২৫০০০ টাকা, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে ১৩০০০ টাকা, মেডিক্যাল অফিসার পদে ৬০০০০ টাকা,
কাউন্সেলর পদে ২০০০০ টাকা, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার
এবং ব্লক এপিডেমিওলজিস্ট পদে ৩৫০০০ টাকা, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ব্লক ডেটা ম্যানেজার পদে ২২০০০ টাকা। স্পেশ্যালিস্ট (পেডিয়াট্রিক্স, জিঅ্যান্ডও, অপথ্যালমোলজিস্ট),
পদের ক্ষেত্রে সপ্তাহে তিন দিন প্রতি দিনের হিসেবে ৩০০০ টাকা করে দেওয়া হবে।
আবেদনের ফি: ১০০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৫০ টাকা। ব্যাঙ্কের নাম: আইসিআইসিআই (রায়গঞ্জ শাখা),
অ্যাকাউন্ট নম্বর: DH&FWS UTTAR DINAJPUR E-TENDER A/C, অ্যাকাউন্ট নম্বর: 161801000194, এমআইসিআর কোড: 733229203, আইএফএসসি কোড: ICIC0001618.
আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। http://uttardinajpur.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে।
নর্দার্ন কোলফিল্ডে সার্ভেয়র নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন
পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স ৬ ডিসেম্বর ২০২২ তারিখ বিকেল ৪টের মধ্যে পৌঁছতে হবে Office of the Chief Medical Officer of Health & Member Secretary, DH&FWS, Karnojora, Raiganj, Dist- Uttar Dinajpur, PIN- 733130 ঠিকানায়।
শুধুমাত্র স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার পদের ক্ষেত্রে পোস্টে আবেদনপত্র পাঠাতে হবে না, ওয়াক-ইন-ইন্টারভিউ হবে ৮ ডিসেম্বর ২০২২ তারিখে,
ওইদিন যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পাওয়া যাবে উপরোক্ত ওয়েবসাইটে (Uttar Dinajpur job vacancy)।