Site icon জীবিকা দিশারী

উত্তর দিনাজপুরে নার্স নিয়োগ


উত্তর দিনাজপুরে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীন ন্যাশনাল হেলথ মিশনে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, স্টাফ নার্স, জেএনএম (uttar dinajpur nurse recruitment),

সাইকিয়াট্রিক নার্স প্রভৃতি পদে ১২ জন নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। মেমো নম্বর: DHFWS/UD/ADV/3222/22.

শূন্যপদ: অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট: ৩ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১)। স্টাফ নার্স (ন্যাশনাল আরবান হেলথ মিশন): ৬ (অসংরক্ষিত ৪, ওবিসি এ ১, ওবিসি বি ১)।

জেএনএম (এনআরসি): ১ (অসংরক্ষিত)। জেএনএম (থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম): ১ (তপশিলি উপজাতি)। সায়াকিয়াট্রিক নার্স/ কমিউনিটি নার্স: ১ (অসংরক্ষিত)।

পারিশ্রমিক: অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদে পারিশ্রমিক প্রতি মাসে ১৮০০০ টাকা। কমিউনিটি নার্স পদে ১৫০০০ টাকা।

অন্যান্য পদগুলির ক্ষেত্রে পারিশ্রমিক প্রতি মাসে ২৫০০০ টাকা।

যোগ্যতা: অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট: ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সহ হায়ার সেকেন্ডারি পাশ

সঙ্গে প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্সে দু বছরের ডিপ্লোমা বা অপটোমেট্রি/ অপথ্যালমিক টেকনিকে দু বছরের ডিপ্লোমা।

সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের ট্রেনিং থাকলে অগ্রাধিকার।

স্টাফ নার্স (ন্যাশনাল আরবান হেলথ মিশন-এনইউএইচএম): ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে জেনারেল নার্সিং মিডওয়াইফারি সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

জেএনএম (এনআরসি): বিএসসি নার্সিং পাশ অথবা জেএনএম ট্রেনিং কোর্স। স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে।

এই পদটির জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে উত্তর দিনাজপুরের বাসিন্দা হতে হবে।

জেএনএম (থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম): ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত জেএনএম ট্রেনিং কোর্স

সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। থ্যালাসেমিয়া রোগীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

সাইকিয়াট্রিক নার্স/ কমিউনিটি নার্স: সাইকিয়াট্রিক নার্সের ক্ষেত্রে সাইকিয়াট্রিক নার্সিংয়ে বিএসসি/ এমএসসি পাশ।

কমিউনিটি নার্সিংয়ের ক্ষেত্রে জেএনএম পাশ সঙ্গে সাইকিয়াট্রিক নার্সিংয়ে এক মাসের ট্রেনিং, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। http://uttardinajpur.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র এবং যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স পাঠাতে হবে Office of the Chief medical officer of Health, Karnojora, Raiganj, Dist- Uttar Dinajpur, PIN- 733130 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পৌঁছতে হবে ১২ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকেল ৪টের মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পাওয়া যাবে উপরোক্ত ওয়েবসাইটে (uttar dinajpur nurse recruitment)।

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

 

 

Exit mobile version