বিজয়া ব্যাঙ্কে পিওন, সুইপার নিয়োগের বিজ্ঞাপন বাতিল

779
0
Vijaya Bank Manager

বিজয়া ব্যাঙ্কে ৪২১ জন পিওন ও সুইপার (তার মধ্যে পশ্চিমবঙ্গে ও ওড়িশায় ৮ সুইপার: https://jibikadishari.co.in/?s=vijaya) নিয়োগের জন্য গত মার্চে যে বিজ্ঞপ্তি নং ০১/২০১৯ ও ০২/২০১৯ প্রকাশ করেছিল, তা বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, বিজয়া ব্যাঙ্ককে ইতিমধ্যে ব্যাঙ্ক অব বরোদার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এবং তারপর ওই নিয়োগ বিজ্ঞপ্তিও বাতিল করা হয়েছে।

যাঁরা আবেদন করেছেন তাঁরা আবেদন ফি দিয়ে থাকলে যে ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট থেকে দিয়েছেন সেই অ্যাকাউন্টে টাকা ফেরত যাবে বলে জানানো হয়েছে।

২১ জুনের এই বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে:  https://www.vijayabank.com/images/fckimg/file/HRD/Cancellation%20Notification%20Peons%20and%20PTS%20-%202019.pdf