বিশ্বভারতীতে গেস্ট টিচার নিয়োগ

4048
0
Visva Bharati guest teacher recruitment 2021

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীনিকেতনের শিক্ষা-সত্র বিভাগে গেস্ট টিচার নিয়োগ করা হবে (Visva Bharati guest teacher recruitment 2021)। বিজ্ঞপ্তি নম্বর: SS/61/2021-22 Dated 29.11.2021.

যে সমস্ত বিষয়ে গেস্ট টিচার নেওয়া হবে সেগুলি হল- ইংলিশ, জিওগ্রাফি, ওয়েভিং, রবীন্দ্রসঙ্গীত।

ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

যোগ্যতা: ইংলিশ ও জিওগ্রাফি বিষয়ের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে বিএড সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ, সিটেট বা যে কোনো রাজ্যের টেট পাশ করে থাকতে হবে

এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান ও বাংলা/ ইংরেজি/ হিন্দি মাধ্যমে পড়ানোর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। ওয়েভিংয়ের ক্ষেত্রে ওয়েভিং বিষয়ে ৫ বছরের ডিপ্লোমা পাশ

অথবা ফাইন আর্টসে ব্যাচেলর ডিগ্রি বা সমতুল সঙ্গে কম্পিউটারের জ্ঞান এবং বাংলা/ ইংরেজি/ হিন্দি মাধ্যমে পড়ানোর অভিজ্ঞতা।

রবীন্দ্র সংগীতের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে রবীন্দ্র সংগীতে ব্যাচেলর ডিগ্রি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান ও বাংলা/ ইংরেজি/ হিন্দি মাধ্যমে পড়ানোর অভিজ্ঞতা।

সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে।

আবেদনের পদ্ধতি: বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ১৪ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে siksha-satra@visva-bharati.ac.in ইমেল আইডিতে পাঠাতে হবে (Visva Bharati guest teacher recruitment 2021)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন