ভাইজাগ স্টিলে ৩১৯ অ্যাপ্রেন্টিস

1653
0
vizag steel recruitment 2021

রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের অধীন বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ৩১৯ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (vizag steel apprentice 2021)৷

Advt. No. RINL/VSP/L&DC/Trade2021(1).

শূন্যপদ: ফিটার: ৭৫ (অসংরক্ষিত ৩১, ইডব্লুএস ৮, ওবিসি ২০, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ৫)৷

টার্নার: ১০ (অসংরক্ষিত ৪, ইডব্লুএস ১, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)৷

মেশিনিস্ট: ২০ (অসংরক্ষিত ৮, ইডব্লুএস ২, ওবিসি ৬, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)৷

ওয়েল্ডার- গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক: ৪০ (অসংরক্ষিত ১৭, ইডব্লুএস ৪, ওবিসি ১০, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩)৷

মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স- এমএমটিএম: ২০ (অসংরক্ষিত ৮, ইডব্লুএস ২, ওবিসি ৬, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)৷

ইলেক্ট্রিশিয়ান: ৬০ (অসংরক্ষিত ২৫, ইডব্লুএস ৬, ওবিসি ১৬, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ৪)৷

মেকানিক রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং: ১৪ (অসংরক্ষিত ৬, ইডব্লুএস ১, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)৷

মেকানিক ডিজেল: ৩০ (অসংরক্ষিত ১৩, ইডব্লুএস ৩, ওবিসি ৮, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)৷

কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ৩০ (অসংরক্ষিত ১৩, ইডব্লুএস ৩, ওবিসি ৮, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)৷

বয়সসীমা: ১ অক্টোবর ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে৷

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: আইটিআই পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি সার্টিফিকেট৷ পূর্বে অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে থাকলে আবেদন করতে পারবেন না৷

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর, অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড টেস্টের মাধ্য্যমে প্রার্থী বাছাই করা হবে৷ পরীক্ষা হবে আগামী ৮ আগস্ট ২০২১ তারিখ৷ পরীক্ষা সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে৷

প্রসেসিং ফি: ২০০ টাকা সঙ্গে জিএসটি৷ তপশিলি জাতি/ তপশিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা সঙ্গে জিএসটি, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে জিএসটি বাবদ কাটা টাকা পরে ফেরত দেওয়া হবে৷

আবেদনের পদ্ধতি: www.vizagsteel.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ সরাসরি https://rinl.onlineregistrationforms.com/#/home লিঙ্কে গিয়েও অনলাইন আবেদন করা যাবে৷. বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত (vizag steel apprentice 2021)৷

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

কলকাতা পুরসভায় ৬ হোমিওপ্যাথিক সাব রেজিস্ট্রার নিয়োগের খবর দেখতে ক্লিক করুন