Site icon জীবিকা দিশারী

ভাইজাগ স্টিলে ৩১৯ অ্যাপ্রেন্টিস

vizag steel recruitment 2021

রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের অধীন বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ৩১৯ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (vizag steel apprentice 2021)৷

Advt. No. RINL/VSP/L&DC/Trade2021(1).

শূন্যপদ: ফিটার: ৭৫ (অসংরক্ষিত ৩১, ইডব্লুএস ৮, ওবিসি ২০, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ৫)৷

টার্নার: ১০ (অসংরক্ষিত ৪, ইডব্লুএস ১, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)৷

মেশিনিস্ট: ২০ (অসংরক্ষিত ৮, ইডব্লুএস ২, ওবিসি ৬, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)৷

ওয়েল্ডার- গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক: ৪০ (অসংরক্ষিত ১৭, ইডব্লুএস ৪, ওবিসি ১০, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩)৷

মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স- এমএমটিএম: ২০ (অসংরক্ষিত ৮, ইডব্লুএস ২, ওবিসি ৬, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)৷

ইলেক্ট্রিশিয়ান: ৬০ (অসংরক্ষিত ২৫, ইডব্লুএস ৬, ওবিসি ১৬, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ৪)৷

মেকানিক রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং: ১৪ (অসংরক্ষিত ৬, ইডব্লুএস ১, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)৷

মেকানিক ডিজেল: ৩০ (অসংরক্ষিত ১৩, ইডব্লুএস ৩, ওবিসি ৮, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)৷

কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ৩০ (অসংরক্ষিত ১৩, ইডব্লুএস ৩, ওবিসি ৮, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)৷

বয়সসীমা: ১ অক্টোবর ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে৷

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: আইটিআই পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি সার্টিফিকেট৷ পূর্বে অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে থাকলে আবেদন করতে পারবেন না৷

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর, অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড টেস্টের মাধ্য্যমে প্রার্থী বাছাই করা হবে৷ পরীক্ষা হবে আগামী ৮ আগস্ট ২০২১ তারিখ৷ পরীক্ষা সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে৷

প্রসেসিং ফি: ২০০ টাকা সঙ্গে জিএসটি৷ তপশিলি জাতি/ তপশিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা সঙ্গে জিএসটি, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে জিএসটি বাবদ কাটা টাকা পরে ফেরত দেওয়া হবে৷

আবেদনের পদ্ধতি: www.vizagsteel.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ সরাসরি https://rinl.onlineregistrationforms.com/#/home লিঙ্কে গিয়েও অনলাইন আবেদন করা যাবে৷. বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত (vizag steel apprentice 2021)৷

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

কলকাতা পুরসভায় ৬ হোমিওপ্যাথিক সাব রেজিস্ট্রার নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

Exit mobile version