বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়ে কাজের সুযোগ

schedule
2021-08-18 | 09:55h
update
2021-08-18 | 09:55h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

বর্তমানে কর্মমুখী কোর্সের চাহিদা তুঙ্গে৷ অল্পখরচে হাতেকলমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে কাজের সুযোগ পেতে মরিয়া ছাত্রছাত্রীরা (vocational course 2021)৷

এমনই কিছু বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছে রামকৃষ্ণ মিশন শিল্পমন্দিরা কমিউনিটি ট্রেনিং সেন্টারে, সেখানে ভোকেশনাল কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে৷

মাধ্যমিক যোগ্যতায় কেবলমাত্র ছাত্ররা বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন৷ প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷

যে সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় সেগুলি হল— ১. ফিল্ড টেকনিশিয়ান রেফ্রিজেরেশন অ্যান্ড হোম অ্যাপ্লিয়েন্সেস রিপেয়ারিং,

২. ফিল্ড টেকনিশিয়ান- মোটর মেকানিক, ৩. ফিল্ড টেকনিশিয়ান- ইলেক্ট্রিক্যাল, ৪. ইন্ডাস্ট্রিয়াল ফিটার,

Advertisement

৫. ইলেক্ট্রিক ভিকল টেকনিশিয়ান, ৬. সোলার প্যানেল ইনস্টলেশন টেকনিশিয়ান, ৭. স্মার্ট ফোন অ্যান্ড টিভি রিপেয়ারিং,

৮. রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ৯. হোম অ্যাপ্লায়েন্সেস রিপেয়ারিং, ১০. ওয়েল্ডিং, ১১. মেশিনিস্ট,

১২. ফিটার অ্যান্ড পাইপ ফিটার, ১৩. ইলেক্ট্রিক্যাল হাউস ওয়ারিং অ্যান্ড মোটর রি-ওয়ান্ডিং, ১৪. অটোমোবাইল মেকানিক৷

এই কোর্সগুলি সাধারণত এক বছরের, কিছু কিছু কোর্স ৬ মাসের সময়সীমারও রয়েছে৷

এছাড়াও দু মাসের শর্ট টার্ম কোর্সও করানো হয়ে থাকে৷ শর্ট টার্ম কোর্সগুলির মধ্যে রয়েছে সিএনসি অপারেটর, হাই প্রেসার ওয়েল্ডিং, সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন, ডিটিএইচ টেকনিশিয়ান৷

আবেদনের পদ্ধতি: রামকৃষ্ণ মিশন শিল্পমন্দিরা কমিউনিটি সেন্টারে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে৷

আবেদনের ফি বাবদ ৫০ টাকা দিতে হবে৷ পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স জমা করে আবেদনপত্র জমা করতে হবে৷ ভর্তির সময় কোর্স ফি দিতে হবে৷

ভর্তির সময় মাধ্যমিকের মার্কশিট, মেডিক্যাল ফিটনেস সার্টিফিকিট, জন্মতারিখের প্রমাণপত্র, আধার কার্ড, স্ট্যাম্প সাইজের তিনটে রঙিন ছবি দিতে হবে৷

কোর্স ফি: এক একটি কোর্সের ক্ষেত্রে ফি এক-এক রকমের৷ যেমন সিএনসি অপারেটর কোর্সের ক্ষেত্রে ফি ৬০০০ টাকা,

সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের ক্ষেত্রে ১০০০ টাকা, ইলেক্ট্রিক্যাল হাউস ওয়ারিং অ্যান্ড মোটর রি-ওয়ান্ডিংয়ের ক্ষেত্রে কোর্স ফি ৮০০০ টাকা৷

অন্যান্য কোর্সের ফি সম্পর্কে বিস্তারিত https://rkmsctc.org/ ওয়েবসাইট থেকে জানা যাবে (vocational course 2021)৷

রামকৃষ্ণ মিশন শিল্পমন্দিরা কমিউনিটি ট্রেনিং সেন্টারের ঠিকানা: ৩১৩ জিটি রোড, বেলুড় মঠ, হাওড়া, পিন- ৭১১২০২৷

যোগাযোগের নম্বর: ০৩৩ ২৬৫৪৭৩৫০, ৭৬৮৫০৭৩৮০৪৷ ওয়েবসাইট: https://rkmsctc.org/

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2024 - 07:23:17
Privacy-Data & cookie usage: