ইসরোতে অ্যাসিস্ট্যান্ট

749
0

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের অধীন বিক্রম সারাভাই স্পেস সেন্টারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট,

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে ৬৩ জন নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর: VSSC-323, Dated- 29.04.2023.

শূন্যপদ: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ইলেক্ট্রনিক্স: ২৪, মেকানিক্যাল: ২০, কম্পিউটার সায়েন্স: ৬,

কেমিক্যাল: ৫, সিভিল: ৩, রেফ্রিজেরেটর অ্যান্ড এসি: ১, অটোমোবাইল: ১।

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (কেমিস্ট্রি): ২, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: ১।

যোগ্যতা: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা।

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট: কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি।

লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: লাইব্রেরি সায়েন্স অথবা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে মাস্টার ডিগ্রি।

আবেদনের পদ্ধতি: https://www.vssc.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৬ মে ২০২৩ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

অফিশিয়াল নোটিফিকেশন ——  ক্লিক করুন

 

বিএসএফে হেড কনস্টেবল নিয়োগ

স্বাস্থ্য দপ্তরে মেডিক্যাল অফিসার, নার্স