Site icon জীবিকা দিশারী

বিক্রম সারাভাই স্পেস সেন্টারে টেকনিশিয়ান নিয়োগ

vssc rectuitment 2023

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের অধীন বিক্রম সারাভাই স্পেস সেন্টারে ৪৯ জন টেকনিশিয়ান, ড্রাফটসম্যান এবং রেডিওগ্রাফার নিয়োগ করা হবে।

শূন্যপদ: টেকনিশিয়ান বি: ফিটার: ১৭, ইলেক্ট্রনিক মেকানিক: ৮, ইলেক্ট্রিশিয়ান: ৬, মেশিনিস্ট: ৪, এমআরঅ্যান্ডসি: ৩, টার্নার: ২, প্লাম্বার: ২, মেকানিক মোটর ভিকল/ মেকানিক ডিজেল: ১।

ড্রাফটসম্যান বি: মেকানিক্যাল: ৫।

রেডিওগ্রাফার এ: ১।

যোগ্যতা: টেকনিশিয়ান বি: দশম শ্রেণি পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই/ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট/ ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট।

ড্রাফটসম্যান বি: দশম শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে ড্রাফটসম্যান (মেকানিক্যাল) ট্রেডে আইটিআই/ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট/ ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট।

রেডিওগ্রাফার এ: রেডিওগ্রাফিতে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা।

বয়স: ১৮ মে ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীরা পরীক্ষায় বসলে আবেদনের ফি ফেরত পেয়ে যাবেন শর্তসাপেক্ষে।

আবেদনের পদ্ধতি: http://www.vssc.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৮ মে ২০২৩ তারিখ বিকেল ৫টা পর্যন্ত (vssc recruitment 2023)।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Exit mobile version