মাধ্যমিক যোগ্যতায় স্বাস্থ্য দপ্তরে নিয়োগ

6918
0
wb health recruitment 2023

পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন বিভিন্ন নার্সিং কলেজ এবং নার্সিং ট্রেনিং স্কুলগুলিতে ১৬৫ জন ওয়ার্ডেন নিয়োগ করা হবে (warden recruitment 2022)।

প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। বিজ্ঞপ্তি নম্বর: R/Warden/36/2022.

এই মুহূর্তে আংশিক সময়ের জন্য নিয়োগ করা হবে, পরবর্তীকালে প্রয়োজন হলে কাজের মেয়াদ বাড়ানো হতে পারে।

শূন্যপদ: ওয়ার্ডেন (মহিলা): ১৫৯ (অসংরক্ষিত ৮১, তপশিলি জাতি ৩৫, তপশিলি উপজাতি ১০, ওবিসি এ ১৬, ওবিসি বি ১২, শারীরিক প্রতিবন্ধী ৫)।

ওয়ার্ডেন (পুরুষ): ৬ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১)।

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ।

বয়সসীমা: জন্মতারিখ হতে হবে ১ জানুয়ারি ১৯৮২ থেকে ১ জানুয়ারি ২০০৪ সালের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম: পে ব্যান্ড টু অনুযায়ী ৫৪০০-২৫২০০ টাকা, গ্রেড পে ২৬০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

আবেদেনর ফি: ১৬০ টাকা। গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেমের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন

আবেদনের পদ্ধতি:  www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩০ জুন ২০২২ তারিখ দুপুর ১টা পর্যন্ত (warden recruitment 2022)।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

অনলাইন রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন