রাজ্য সিআইডিতে সুপারভাইজার নিয়োগ

939
0
WB CID Recruitment

রাজ্যের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ভবানি ভবন আলিপুরে ৪১টি শূন্যপদে সুপাভাইজার ও কম্পিউটার অ্যানালিস্ট নিয়োগ করা হবে। WB CID Recruitment

বিজ্ঞপ্তি নম্বরঃ ১৭/সিআইডি/জিএল-ওয়ান।

শূন্যপদঃ সুপারভাইজার লেভেল থ্রিঃ ৪, কম্পিউটার অ্যানালিস্টঃ ৩৭।

যোগ্যতাঃ সুপারভাইজার লেভেল থ্রিঃ ফার্স্ট ক্লাস এমসিএ অথবা আইটি/কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস এমএসসি

অথবা আইটি/ কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস বিই বা বিটেক।

সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন অ্যান্ড ইমপ্লিমেনটেশন সাপোর্ট স্কিল থাকতে হবে।

কম্পিউটার অ্যানালিস্টঃ পিজিডিসিএ/বিএসসি (কম্পিউটার সায়েন্স)/ বিসিএ/ডোয়েকের এ লেভেল কোর্স তিন বছরের সময়সীমার।

ইনস্টলেশন, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মেন্টেন্যান্স অ্যান্ড ডিবিএমএস স্কিল থাকতে হবে।

সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে।

কৃষ্ণনগর পুরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগ

বেতনঃ সুপারভাইজার পদে প্রতি মাসে ৩৩০০০ টাকা এবং কম্পিউটার অ্যানালিস্ট পদে প্রতি মাসে বেতন ২০০০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ লেখা পরীক্ষা, প্র্যাক্টিক্যাল টেস্ট/ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতিঃ httos://recruitment-cidwb. in/application/form লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অষ্টম শ্রেণি যোগ্যতায় রাজ্যে ড্রাইভার নিয়োগ

অনলাইন আবেদন করা যাবে ১ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য www.cidwestbengal.gov.in ওয়েবসাইট থেকে জানা যাবে। WB CID Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন