রাজ্য কো-অপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে ৪৯

schedule
2020-12-04 | 11:04h
update
2020-12-04 | 11:04h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর 03/2020. অনলাইনে আবেদন করতে হবে।

শূন্যপদবাঁকুড়া জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে গ্রেড ২ স্কেল ২এর জন্য ২ জন অফিসার (এসসি ১, এসটি ১)। যোগ্যপ্তা দরকার যে-কোনো শাখায় স্নাতক, বেসিক কম্পিউটার নলেজ সহ।

 গ্রেড ২ স্কেল ১এর জন্য ১ জন অফিসার (এসটি)। যোগ্যতা বিকম এবং বেসিক কম্পিউটার নলেজ।

বাঁকুড়া টাউন কোঅপারেটিভ ব্যাঙ্কে অফিস অ্যাসিস্ট্যান্ট ২ (অসংরক্ষিত)।  বিকম এবং বেসিক কম্পিউটার নলেজ।

দক্ষিণ ২৪ পরগনা কোঅপারেটিভ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট ২ (অসংরক্ষিত)।  বিকম এবং বেসিক কম্পিউটার নলেজ।

রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ১০ (অসংরক্ষিত ৫, ওবিসিএ ১, এসসি ২, ওবিসিবি ১, এসটি ১)।  যে-কোনো শাখায় স্নাতক, বেসিক কম্পিউটার নলেজ।

Advertisement

বাঁকুড়া জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে গ্রুপ সি গ্রেড৩ ১৫ জন (এসসি ৬, এসসি ইসি ৩, এসটি ১, ওবিসিএ ২, ওবিসিবি ৩)।  যে-কোনো শাখায় স্নাতক, বেসিক কম্পিউটার নলেজ।

বিধানগর হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটিতে সেলসকামজেনারেল অ্যাসিস্ট্যান্ট ৩ (অসংরক্ষিত ২, এসসি ১)। যে-কোনো শাখায় স্নাতক, বেসিক কম্পিউটার নলেজ।

দার্জিলিং ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক গ্রুপ সি ১১ (অসংরক্ষিত)। যে-কোনো শাখায় স্নাতক, বেসিক কম্পিউটার নলেজ। এছাড়া মাধ্যমিক / আইসিএসই/উচ্চমাধ্যমিক/আইএসসিতে নেপালি থাকতে হবে।

দক্ষিণ ২৪ পরগনা কোঅপারেটিভ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ফিল্ড অফিসার ১ (অসংরক্ষিত)। উচ্চমাধ্যমিক এবং বেসিক কম্পিউটার নলেজ দরকার।

জলপাইগুড়ি জেলা কোঅপারেটিভ ইউনিয়নে অফিস অ্যাসিস্ট্যান্ট ১ (আসংরক্ষিত)। মাধ্যমিক এবং বেসিক কম্পিউটার নলেজ।

বর্ধমান জেলা কো অপারেটিভ ইউনিয়নে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি ১ (অসংরক্ষিত) ১ টি। মাধ্যমিক এবং বেসিক কম্পিউটার নলেজ।

বয়সসীমা— ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী অসংরক্ষিত পদের জন্য ১৮ থেকে ৪০ এবং সংরক্ষিত শ্রেণির জন্য ১৮ থেকে ৪৫ বছর।

 

আবেদন অনলাইনে আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ২৮ ডিসেম্বর, ২০২০। আবেদনের পর পাওয়া রেজিস্ট্রেশন নম্বর রেখে দিতে হবে। আবেদনের ফর্ম পূরণ হবার পর অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়া সফল হলে একটি ট্র্যাঞ্জ্যাকশন আইডি পাওয়া যাবে। যত্ন করে রাখবেন। পরবর্তীকালে অনলাইনেই অ্যাডমিট কার্ড দেওয়া হবে।

আবেদন ফি অসংরক্ষিত ও ওবিসি শ্রেণির জন্য আবেদনের ফি ৪০০ টাকা + প্রসেসিং ফি ২৫০।  বাকি শ্রেণির জন্য শুধুমাত্র প্রসেসিং ফি ২৫০ টাকা।

 

কোনোরকম সসমস্যায় সহায়তার জন্য মেল করা যাবে এই আইডিতে: helpdeskwbcsc2020@gmail.com

আবেদনের জন্য লিঙ্কhttp://registration0320.webcsc.org/ 

 

বিজ্ঞপ্তি লিঙ্কhttp://www.webcsc.org/doc/Detail_Advertisement_03_of_2020.pdf

 

WB Recruitment, Govt Jobs in West Bengal, WB Co-Operative Jobs

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2024 - 05:47:34
Privacy-Data & cookie usage: