রাজ্য সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরে ৬ গ্রুপ ডি নিয়োগ

8738
0
Young Professional Recruitment

রাজ্য সরকারের উপভোক্তা  বিষয়ক দপ্তরে (WB Consumer Affairs Dept.) গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– 6142-CAD – 11016(12)/1/2019, Dated: 21.09.2020

শূন্যপদ: চুক্তির ভিত্তিতে ৬টি পার্ট টাইম গ্রুপ ডি পদে নিয়োগ  করা হবে।

বয়স ও যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

আবেদন: আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে আবেদন জমা

রাজ্য পুলিশে ১৩৯ টেকনিক্যাল স্টাফ নিয়োগ

করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিজের রঙিন ছবি ও যাবতীয় প্রয়োজনীয় নথির নিজের অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে।

আবেদন জমা করতে হবে To The Additional Chief Secretary, Kreta Surakha Bhawan, Consumer Affairs Department, 1st Floor, 11A, Mirza Galib Street, Kolkata-700087

আবেদন পত্রের নমুনা  ডাউনলোডের লিঙ্ক: http://wbconsumers.gov.in/HtmlPages/news.aspx?id=0

 

WB Jobs, West Bengal Govt Jobs, WB Consumer Affairs