ডিএলএড কোর্সে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হল। WB D.El.Ed admission
সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের তরফে একটি নোটিস জারি করে আবেদনের সময়সীমা বাড়ানোরা কথা জানানো হয়েছে।
২০২৪-২৬ শিক্ষাবর্ষে দু বছরের ডিএলএড কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে ১৫ জুন ২০২৪ তারিখ পর্যন্ত।
রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রাথমিকে ও উচ্চ প্রাথমিকে শিক্ষকতার চাকরি করতে হলে বাধ্যতামূলকভাবে থাকতে হবে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড ডিগ্রি। WB D.El.Ed admission
হিন্দুস্তান পেট্রোলিয়ামে ২৪৭ শূন্যপদে নিয়োগ
বিএসএফে ১৫২৬ সাবইনস্পেক্টর ও কনস্টেবল নিয়োগ